পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
লকডাউনের নবম দিন চলছে। তাছাড়া শুক্রবার সাপ্তাহিক ছুটি । তাই অন্যান্য দিনের তুলনায় রাজধানীর সড়কগুলোতে যানবাহন ও মানুষের উপস্থিতি অনেকটাই কম দেখা গেছে। ছুটির দিন হওয়ায় সকাল থেকে রাজধানীর রাস্তায় মানুষের উপস্থিতি অনেকটা কম ছিল। ফলে ঢাকার রাস্তাগুলো ছিল অনেকটাই ফাঁকা।
তবে ভিন্ন চিত্র ছিল সড়কগুলোতে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অন্য দিনের তুলনায় বেশী দেখা গেছে। সেনাবাহিনীর টহল ছিল চোখে পড়ার মতো। খিলগাঁও, মালিবাগ রেল ক্রসিং, মৌচাক, রামপুরা, গুলশান ও বাড্ডা এলাকার সড়কগুলো ঘুরে দেখা যায়, চেক পোস্ট বসিয়ে চলছে পুলিশের তল্লাশী। রাজধানীর মালিবাগ রেলক্রসিং এলাকায় পর পর সেনাবাহিনীর দুটি চেক পোস্ট চোখে পড়ে।
কাকরাইল, পল্টন ও গুলিস্তান এলাকা ঘুরে দেখা গেছে গণপরিবহন না থাকায় সড়কে মানুষও অনেক কম। তবে সড়কে অল্প সংখ্যক ব্যক্তিগত গাড়ি, ট্রাক, কাভার্ড ভ্যান, পিকআপ চলতে দেখা গেছে। শুক্রবার হওয়ায় বাজারগুলোতে ক্রেতাদের কিছুটা ভীড় লক্ষ্য করা গেছে।
রাস্তায় মানুষ কম থাকায় অন্যান্য দিনের তুলনায় রিক্সার সংখ্যাও কিছুটা কম ছিল। খিলগাঁও থেকে পুরান ঢাকা যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন এক যাত্রী। তিনি বলেন গেল কয়েকদিন অনেকটা ঢিলেঢালাভাবে পালিত হয়েছে লকডাউন। সড়কে রিক্সা ও ব্যক্তিগত যানবাহন ছিল অনেক বেশী। কিন্তু আজ শুক্রবার হওয়ায় সড়কে মানুষের উপস্থিতি অনেক কম। তাই যানবাহনের সংখ্যাও কম। অন্যদিন সহজে রিক্সা পেলেও আজ ৩০মিনিট যাবৎ অপেক্ষা করেও কোন রিক্সা পাচ্ছিনা।
এক রিক্সা চালক জানান, মানুষ কম থাকায় কোন ট্রিপ পাচ্ছিনা। অন্য দিন সকাল ১০টার মধ্যে যেখানে ৪শ থেকে ৫শ টাকার ভাড়া হয়ে যায় আজ সেখানে মাত্র ২শ টাকা পেয়েছি।
শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ার কারণে মানুষের উপস্থিতি তেমন একটা না থাকায় বেশীরভাগ সড়কই ফাঁকা। তবে বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে কিছু ব্যক্তিগত গাড়ি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।