বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামে করোনা সংক্রমণ এবং মৃত্যু দুটোই বাড়ছে লাফিয়ে। সর্বাত্মক লকডাউনেও ঠেকানো যাচ্ছে না করোনার ভয়ানক বিস্তার। গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৭৮৩ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। মারা গেছেন আরো ১০ জন। শুক্রবার সকালে জেলা সিভিল সার্জন অফিস থেকে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয় গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ২১০০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সংক্রমণ শনাক্তের হার ৩৭ দশমিক ২৮ শতাংশ। আগের দিন বৃহস্পতিবার এ হার ছিল ৩৩ দশমিক ৮০ শতাংশ। ওইদিন আক্রান্তের সংখ্যা ছিল ৭১৩ জন, মারা গেছেন নয়জন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তদের মধ্যে নগরীর বাসিন্দা ৫১০ জন। বিভিন্ন উপজেলার বাসিন্দা ২৭৩ জন। যে ১০ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে দুই জন মহানগরীর এবং বাকি আটজন জেলার বাসিন্দা। এ নিয়ে মৃত্যুর সংখ্যা ৭৫৪ জন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৩ হাজার ৬৯৬ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।