পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজশাহী মহানগরীর প্রাণকেন্দ্র সাহেব বাজারে অবস্থিত আরডি মার্কেটের সামনে থালা হাতে নিয়ে শতাধিক ব্যবসায়ী-কর্মচারী জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এসময় তারা থালা হাতে নিয়ে ‘ভাত দে ভাত দে, নইলে লকডাউন তুলে লে’ সেøাগান দিতে থাকেন।
গতকাল বৃহস্পতিবার সকালে রাজশাহী নগরের সবচেেয় বড় বিপণিকেন্দ্র আরডি মার্কেটের সামনে ব্যবসায়ী-কর্মচারী ঐক্য পরিষদ যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালন করেন। বিক্ষোভের সময় ব্যবসায়ী-কর্মচারীরা লকডাউনে নিজেদের অসহায়ের কথা তুলে ধরে বিভিন্ন সেøাগান দেন।
ব্যবসায়ী ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক ইয়াসিন আলী গণমাধ্যমকে বলেন, টানা লকডাউনে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন। আমরা কর্মচারীদের বেতন দিতে পারছি না। বাধ্য হয়ে রাস্তায় নামতে হয়েছে। গতকাল আমরা লকডাউন প্রত্যাহারসহ আমাদের দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছি।
স্বাস্থ্যবিধি মেনে ঈদ উপলক্ষে দোকানপাট খোলা রাখতে চান ব্যবসায়ীরা। তারা বলেন, গত ‘লকডাউনের’ সময় সরকারের দেয়া প্রণোদনার অর্থ ক্ষুদ্র ব্যবসায়ীদের কেউই পাননি। পেয়েছেন হাতে গোনা কয়েকজন শিল্পপতি। যদি হাজার হাজার শ্রমিক নিয়ে বড় বড় কল-কারখানা সীমিত আকারে চলতে পারে, তবে তারা কেনো ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখতে পারবেন না? তারা স্বাস্থ্যবিধি মেনে ঈদ উপলক্ষে দোকানপাট খোলা রেখে আগের মত ব্যবসা করার দাবি জানান।
নগরের বোয়ারিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র র্বমণ বলেন, রাজশাহীতে লকডাউনের ২৯তম দিন যাচ্ছে আজ। সামনে যেহেতু ঈদ, তাই তাঁরা দোকানপাট খুলে দেয়ার দাবি করছে। তাদের দাবি যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। তারপরও আজ হঠাৎ করে তাঁরা কর্মসূচির ঘোষণা দেন। তাঁরা রাস্তায় না এসে আরডি মার্কেটের ভিতরে অবস্থান করে তাদের কর্মসূচি পালন করেছে। সরকারভিাবে যেভাবে বলা আছে , তার কোনো ব্যত্যয় ঘটানো হলে, আইনে যা আছে তার সবটুকুই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োগ করবে।
কর্মসূচিতে নেতৃত্ব দেন- রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদ সভপাতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক ফরিদ মামুদ হাসান, বস্ত্র মালিক সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ, সাধারণ সম্পাদক শামীম আহমেদ, আরডিএ মার্কেট কোকারিজ মালিক সমিতির সভাপতি হাজী তাপস, আরডিএ মার্কেট পাদুকা সমিতির সভাপতি রিপন আলী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।