মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন, এখন থেকে ব্যক্তিগত কাজে তিনি রাষ্ট্রীয় প্রটোকল ও নিরাপত্তা ব্যবহার করবেন না। কারণ, এতে জনগণের সমস্যা হয় এবং দেশের কোষাগারের ওপরও চাপ বাড়ে। এক টুইট বার্তায় তিনি এসব কথা জানিয়েছেন। -খালিজ টাইমস
টুইটে ইমরান খান আরও জানান, মন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং গভর্নরদের প্রটোকল ও নিরাপত্তা নিয়েও পর্যালোচনা করছেন তিনি। সরকারের খরচ কমাতেই এমনটা করা হচ্ছে। সামনের সপ্তাহে এ ব্যাপারে বিস্তারিত সিদ্ধান্ত জানাবে ইমরান খানের মন্ত্রিসভা। তিনি ব্যক্তিগত অনুষ্ঠানে রাষ্ট্রীয় প্রটোকল নিয়ে খরচ বাড়ানো এবং সাধারণ মানুষের দুর্ভোগ বাড়তে চান না বলে টুইটে উল্লেখ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।