বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কঠোর লকডাউনেও থেমে নেই মাদক কারবারিরা। নানা কৌশলে চলছে মাদক পাচার। জরুরি পরিবহনের আওতায় মাছের আড়ালে পাচারকালে ৪০ হাজার পিস ইয়াবাসহ কাভার্ডভ্যানের চালক ও সহকারিকে গ্রেফতার করেছে র্যাব। অপর অভিযানে হাই ভোল্টেজ ক্যাবল পরিবহনের আড়ালে পাচারকালে ২০ কেজি গাঁজাসহ তিন জনকে পাকড়াও করা হয়েছে।
বৃহস্পতিবার নগরীর কর্ণফুলী সেতু এলাকা থেকে ইয়াবাসহ গ্রেফতারকৃতরা হলেন- কক্সবাজার জেলার টেকনাফ থানার পুরান পালং পাড়ার মৃত আশরাফ মিয়ার ছেলে মো. জাহাঙ্গীর (২২) ও একই জেলার উখিয়া থানার সীজারিঘোনা এলাকার মৃত সৈয়দ আলমের ছেলে মো. আজিজুল হক। তাদের দেখানো মতে মাছের কাভার্ডভ্যানটিতে (চট্ট মেট্টো-ট-১১-৪৩৭১) তল্লাশি করে চালকের আসনের নিচে লুকানো ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার ও উক্ত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায়, কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে কঠোর লকডাউনের মধ্যেও জরুরি পরিবহনের আওতায় মাছ ও খাদ্যদ্রব্য পরিবহনের আড়ালে ইয়াবা পাচার করছিলো।
এদিকে সীতাকুন্ড থানার ভাটিয়ারী এলাকায় জরুরি পরিবহনের আওতায় হাই ভোল্টেজ ক্যাবল (তার) পরিবহনের আড়ালে পাচারকালে ২০ কেজি গাঁজাসহ মো. আলী হোসেন (২৮), মো. বেলাল (৩০) ও মো. জাহিদকে (২০) গ্রেফতার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।