Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বে করোনাভাইরাস সংক্রমণ ৩ শতাংশ বেড়েছে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০২১, ৫:২৭ পিএম

গত এক সপ্তাহে বিশ্বব্যাপী ২৬ লাখ ৮০ হাজারেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত এবং প্রায় ৫৪ হাজার জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা। আগের সপ্তাহের তুলনায় সংক্রমণের হার ৩ শতাংশ বৃদ্ধি পেলেও মৃত্যুর হার ৭ শতাংশ হ্রাস পেয়েছে, যা গত বছরের অক্টোবরের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বুধবার জেনেভায় ডব্লিউএইচও একথা জানিয়েছে। -এএফপি

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী, গত দুই সপ্তাহে করোনাভাইরাসে নতুন সংক্রমণের হার সংখ্যা সামান্য বেড়ে গেছে। গত ২৬ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত বিশ্বব্যাপী মোট ২৬ লাখ ৮৮ হাজার ৬৫১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং ৫৩ হাজার ৯৫৮ জন প্রাণ হারিয়েছে। উল্লেখ্য, পরিসংখ্যান অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত বিশ্বব্যাপী মোট ১৮ কোটি ৩১ লাখ ৯৮ হাজার ১৯ জন আক্রান্ত হয়েছে এবং ৩৯ লাখ ৭১ হাজার ৬৮৭ জন প্রাণ হারিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

২৪ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ