Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ময়মনসিংহে চিকিৎসক লাঞ্ছিতের ঘটনায় যুবলীগ নেতা গ্রেফতার

ময়মনসিংহ ব্যুরো | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০২১, ১০:১৬ পিএম

ময়মনসিংহের মুক্তাগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক এএইচএম সালেকিন মামুনকে মারধর এবং লাঞ্ছিত করার ঘটনায় উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মাহবুবুল হক মনির সহ চার সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন কামরুজ্জামান (৩৫), জুয়েল (২৭), রানা দে (২৬) ও শরীফ (২৫)।

মনিসহ গ্রেফতার পাঁচজনকে বুধবার (৭ জুলাই) দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। উক্ত বিষয়টি নিশ্চিত করেছেন মুক্তাগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল আকন্দ।

তিনি জানান-মারধর এবং লাঞ্ছিত হবার কারণে মঙ্গলবার (৬ জুলাই রাতে) ভুক্তভোগী চিকিৎসক এএইচএম সালেকিন মামুন বাদী হয়ে মুক্তাগাছা থানায় একটি মামলা করেন। সেই রাতেই উপজেলা যুবলীগের সভাপতি মাহবুবুল হক মনিকে গ্রেফতার করে পুলিশ।একই ঘটনায় দায়ের করা মামলায় আরও চারজনকে বুধবার বেলা ১১টায় গ্রেফতার করা হয়। পরে মনিসহ পাঁচজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

মামলায় ভুক্তভোগী চিকিৎসক অভিযোগ করেন, মঙ্গলবার দুপুর ২টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি সেবার নম্বরে কল করেন মাহবুবুল হক মনি। এ সময় তিনি তার মায়ের করোনা পরীক্ষার জন্য বাসায় গিয়ে নমুনা সংগ্রহের বিষয়ে জানতে চান। তখন তাকে বলা হয়, বাসায় গিয়ে নমুনা সংগ্রহ বন্ধ রয়েছে।তার মাকে হাসপাতালে নিয়ে এসে নমুনা জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়। এর কিছুক্ষণ পর মনি তার দলবল নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তার কক্ষে ঢুকে দরজা বন্ধ করে গালিগালাজ ও মারধর করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ময়মনসিংহ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ