Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইইউতে তুরস্কের রফতানি বেড়েছে ৪২ শতাংশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০২১, ১২:০২ এএম

চলতি বছরের প্রথমার্ধে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে তুরস্কের রফতানি বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারি-জুন সময়কালে দেশটির রফতানি ৪২ শতাংশ বেড়ে ৪ হাজার ৮৬ কোটি ডলারে পৌঁছেছে। খবর আনাদোলু এজেন্সি। টার্কিশ এক্সপোর্টার অ্যাসেম্বলির দেয়া তথ্য অনুযায়ী, এ সময়ে দেশটির সামগ্রিক রফতানি বেড়েছে ৩৯ দশমিক ৯ শতাংশ। সব মিলিয়ে রফতানির পরিমাণ ১০ হাজার ৪৯৮ কোটি ডলার। বছরের প্রথম ছয় মাসে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে সবচেয়ে বেশি রফতানি হয়েছে মোটরগাড়ি। এরপর আছে পোশাক, রাসায়নিক ও ইস্পাত। এর মধ্যে ৯৫০ কোটি ডলারের মোটরগাড়ি, পোশাক ৫৬৫ কোটি, রাসায়নিক ৪৬৭ কোটি ও ৩২৭ কোটি ডলারের ইস্পাত রফতানি হয়েছে। তুরস্কের রফতানি পণ্যের মূল গন্তব্য হলো জার্মানি। বার্ষিক ভিত্তিতে যা বেড়েছে ৩৩ দশমিক ২ শতাংশ হারে। তুরস্কের রফতানিকারক প্রতিষ্ঠানের প্রধান ইসমাইল গুললে এজন্য দেশটির বাণিজ্যমন্ত্রী মেহমেত মুসকে ধন্যবাদ দেন। ইইউ প্রতিনিধিদের সঙ্গে জটিল বৈঠকের মাধ্যমে তিনি এ রফতানি নিশ্চিত করেছেন। এভাবে চলতে থাকলে তুরস্কের রফতানি অব্যাহত থাকবে বলেও প্রত্যাশা করেন তিনি। আনাদোলু এজেন্সি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ