Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পটুয়াখালীর কলাপাড়ায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫০০তে পৌঁছল

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০২১, ৬:১৬ পিএম

পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলা ক্রমেই করোনার হটস্পট হয়ে উঠছে। গত বছর ৯ এপ্রিল পটুয়াখালী জেলার দুমকী উপজেলার মো: দুলাল হোসেনের মৃত্যু ও শনাক্তের মধ্য দিয়ে বরিশাল বিভাগ সহ পটুয়াখালী জেলার প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ২০২০ সালের ২৭ এপ্রিল কলাপাড়া উপজেলায় প্রথম করোনা রুগী শনাক্তের পরে গতরাতে পটুয়াখালীতে প্রাপ্ত রিপোর্টে ১৭ জন নতুন করোনা পজিটিভ হওয়ায় বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা ৫০০ তে পৌঁছল।

গতকাল ৬ এপ্রিল কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের র‍্যাপিড এন্টিজেন্ট টেস্টে ১৫ জনের নমুনা সংগ্রহ করা হলে ১৪ জনই পজিটিভ সনাক্ত হন বলে জানিয়েছেন কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: চিন্ময় হাওলাদার । প্রতিদিনই কলাপাড়ায় আক্রান্তের সংখ্যা দ্রুত গতিতে বাড়ছে, চলতি জুলাই মাসের ১ তারিখ থেকে ৬ তারিখ পর্যন্ত ৬ দিনে আক্রান্তের সংখ্যা ৭৫ জন।বর্তমানে কলাপাড়ায় করোনা আক্রান্তর সংখ্যা নমুনা পরীক্ষায় শতকরা ৮০ ভাগ বলে তিনি আরোও জানান।

পটুয়াখালী সিভিল সার্জন অফিস ও কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, করোনার প্রথম ২০২০ সালের ২৭এপ্রিল থেকে ৬ জুলাই ২০২১ পর্যন্ত কলাপাড়া উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫০০ জন এবং মারা গেছেন ১০ জন। এদিকে চলতি বছরের মে মাসের ১ তারিখ থেকে জুলাই মাসের ৬ তারিখ পর্যন্ত সর্বশেষ ৬৭ দিনে কলাপাড়ায় আক্রান্তর সংখ্যা ২৭১ জন এবং মৃতের সংখ্যা ৪ জন। এর মধ্যে মে মাসে আক্রান্ত ১২৬ জন যার মধ্যে কলাপাড়ায় বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডে কর্মরত ৫৪ জন চায়নিজ নাগরিক, জুন মাসে আক্রান্তের সংখ্যা ৮০ জন যার মধ্যে ৫ জন চায়নিজ নাগরিক, চলতি জুলাই মাসের ৬দিনে আক্রান্তের সংখ্যা ৭৫ জন। পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে চায়নিজ নাগরিকদের পাশাপাশি বাঙ্গালী কর্মরত উচ্চপর্যায়ের কর্মকর্তা সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও শ্রমিকরা আক্রান্তের মধ্যে রয়েছেন।

উল্লেখ্য কলাপাড়ায় আরএমপিএল এবং বিসিপিসিএল চায়নিজ নাগরিকরা কর্মরত আছেন এছাড়াও পার্শ্ববর্তী বরগুনা জেলার আমতলীতে তাপবিদ্যুৎ এ কর্মরত নাগরিকরাও থাকেন।

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা:চিন্ময় হাওলাদার জানান, পায়রা তাপবিদ্যুৎ এর নিজস্ব চিকিৎসকের তত্বাবধানে আক্রান্তরা কেন্দ্রের ভিতরে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ,এ ছাড়াও যারা সম্প্রতি অসুস্থ হয়েছেন তারা আইসোলেশন চিকিৎসাধীন রয়েছেন বলে তিনি পায়রা তাপবিদ্যুৎ এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাত দিয়ে জানান।

কলাপাড়া উপজেলায় গত ৬ দিনে ৭৫ জন করোনা আক্রান্ত সহ ১জন মারা যাওয়ায় নতুন করে জনমনে আতংক সৃষ্টি হয়েছে।এদিকে করোনা প্রতিরোধে কঠোর লকডাউন কার্যকর করতে কলাপাড়া উপজেলা প্রশাসন ব্যাপক কর্মতৎপরতা চালাচ্ছে, প্রতিদিনই মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা সহ মানুষকে সচেতন করতে মাস্ক বিতরণ অব্যাহত রেখেছেন বলে জানিয়েছেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক ।

উল্লেখ্য জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৬৭৯ এবং মৃত্যু ৫৯ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পটুয়াখালী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ