Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সৈয়দপুরে পুলিশ দেখলেই বন্ধ হচ্ছে দোকান

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০২১, ৬:০৫ পিএম

নীলফামারীর সৈয়দপুরে চলমান কঠোর লকডাউনের ৭ম দিনে চোর পুলিশের খেলায় মেতে উঠেছেন দোকানিরা। আজ (৭জুলাই) বুধবার শহরে রাস্তায় প্রশাসন আর দোকানের ভিতরে ক্রেতা ও বিক্রেতা। বাইরে থেকে দোকান বন্ধ থাকলেও ভেতরে ক্রেতা সমাগম। শার্টার বন্ধকরে ও অর্ধেক খোলা রেখে ব্যবসা করছে। আর নজরদারির জন্য রাখা হয়েছে কর্মচারীকে, পুলিশ প্রশাসনের উপস্থিতি টের পেলেই শার্টার বন্ধ করে দেয়া হচ্ছে। আবার যখন প্রশাসনের লোকজন চলে যাচ্ছে তখন পুনরায় দোকান খুলে মালামাল বিক্রি করছেন দোকানীরা। কঠোর লকডাউনের ৭ম দিনে সৈয়দপুর শহরের বাজারে প্রায় প্রতিটি রাস্তায় ব্যবসায়ীদের এমনই নানা কৌশলে দোকান খোলা রেখে ব্যবসা পরিচালনা করতে দেখা গেছে।

আজ বুধবার (৭জুলাই) সরজমিন, শহরের বঙ্গবন্ধু সড়ক, শহীদ তুলশিরাম সড়ক, শহীদ ডা: শামছুল হক সড়ক, শহীদ ডা: জিকরুল হক সড়ক, শের-ই-বাংলা সড়ক ও বিচালী হাটি সড়ক ঘুরে দেখা গেছে, বাজারের অধিকাংশ দোকানে এমন দৃশ্য। এতে করে করোনা সংক্রমণের ঝুঁকি বেড়ে যাচ্ছে উলে¬খ করে উদ্বেগ প্রকাশ করেন সৈয়দপুর প্রেসক্লাবের কর্মরত সাংবাদিক ও সুশীল সমাজের লোকজন।

সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন ও সাধারণ সম্পাদক, মহসিনুল হক মহসিন বলেন, সারাদেশের ন্যায় সৈয়দপুরে প্রতিদিন যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে সচেতন না হলে, সৈয়দপুরের পরিস্থিতি ভয়াবহ হতে পারে। এবং দোকানিদের এমন কৌশলে সৈয়দপুরবাসীকে চরম খেশারত দিতে হবে। তাই সবাইকে সচেতন হতে হবে।

সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বলেন, চলমান লকডাউনে মানুষকে সচেতন করতে শহরজুরে মাইকিং করছি। করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত নির্দেশনা পালন করার জন্য আওয়ামী লীগ, সৈয়দপুর উপজেলা, পৌর ও অঙ্গ সংগঠনগুলো কাজ করে যাচ্ছে।

এ বিষয়ে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) রমিজ আলম জানান, আমরা সরকারি নির্দেশনা মোতাবেক শহর ও শহরতলিতে দিন রাত কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে স্বেচ্ছাসেবীর সংখ্যাও বৃদ্ধি করা হয়েছে। ব্যবসায়ী সমিতিকে নির্দেশনা দিয়েছি ও মাইকিং করেছি তাতেও যদি নির্দেশনা অমান্য করে পরবর্তীতে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নীলফারমারী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ