বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দক্ষিণাঞ্চলে আরো ৫ জন কোভিড-১৯ রোগী মৃত্যুর সাথে বুধবার দুপুরের পূর্ববর্তি ২৪ ঘন্টায় ১৬ মাসের সর্বোচ্চ, ৬২২ জনের দেহে সংক্রমণে পরিস্থিতির ভয়াবহতার জানান দিতে শুরু করেছে। এসময়ে দক্ষিণাঞ্চলে ১ হাজার ৩০২ জনের নমুনা পরীক্ষায় ৬২২ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। সনাক্তের গড়হার প্রায় ৫০%। একদিনে নমুনা পরিক্ষার এ সংখ্যাটিও গত ১৬ মাসের সর্বোচ্চ। এনিয়ে দক্ষিণাঞ্চলের ৬ জেলায় করোনা সংক্রমনের সংখ্যা ২০ হাজার অতিক্রম করে আরো ১৫৪ যোগ হল। মৃতের সংখ্যাও পৌছল ৩৩১ জনে। এ অঞ্চলে মৃত্যুহার এখন ১.৬৪%। দক্ষিণাঞ্চলের ৬ জেলায় গত ১৬ মাসে ১ লাখ ২৩ হাজার ৪৭৩ জনের নমুনা পরিক্ষায় ২০ হাজার ১৫৪ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হল। সনাক্তের গড় হার ১৬,৯৪%।
সংক্রমন সনাক্তের এ সংখ্যার মধ্যে দক্ষিণাঞ্চলের ৬% জনসংখ্যার বরিশাল মহানগরীতে ৬ হাজার ৩৩৩ জন আক্রান্ত ও ৭১ জনের মৃত্যু হয়েছে। জেলাওয়ারী হিসেবে বরিশালের পরিস্থিতিই চরম সংকটাপন্ন। মহানগরী সহ এ জেলায় গত ২৪ ঘন্টায় ১৭৩ জন আক্রান্তের মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে। জেলাটিতে মোট আক্রান্ত ৮ হাজার ৭০৩ জনের মধ্যে ১৩৬ জনের মৃতুর কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। বরিশালে সংক্রমনের গড়হার এখন দ্বিতীয় সর্বোচ্চ ১৮.৯১%। মহানগরীর কাশীপুরÑগনপাড়া এলাকার ৯৫ বছর বয়স্ক একজন ছাড়াও গৌরনদীর বাটাজোর ও বাকেরগঞ্জের ল²ীপাশার দুই মহিলা এবং মেহেদিগঞ্জে অপর এক পুরুষ দুই থেকে ১৬ দিন পর্যন্ত শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
নতুনকরে বরগুনা ও ভোলার পরিস্থিতিও অবনতীশীল। খুলনা-বাগেরহাটের সীমান্তবর্তী পিরোজপুর ও তৎসংলগ্ন ঝালকাঠীর অবস্থাও অবনতির চরম শিখরে। গত ২৪ ঘন্টায় ঝালকাঠীতে ২৫১ জনের নমুনা পরিক্ষায় ১৬৩ জনের দেহে করোনা সংক্রমন সনাক্ত হয়েছে। সনাক্তের হার প্রায় প্রায় ৬৫%। এসময়ে নলছিটির ৫৫ বছর বয়স্ক এক ব্যক্তি বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। এ নিয়ে জেলাটিতে মৃত্যুর সংখ্যা দাড়াল ৩৯ জনে। জেলাটিতে মোট অক্রান্তের সংখ্যা ২ হাজর ২৭৪। দক্ষিণাঞ্চলের ছোট এ জেলাটিতে সংক্রমনের হার এখনো সর্বাধীক, ২৩.৬৩%। মৃত্যুহার তৃতীয় সর্বোচ্চ ১.৭২%।
পিরোজপুরে গত ২৪ ঘন্টায় ২৮৬ জনের নমুনা পরিক্ষায় ১২১ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। দক্ষিণাঞ্চলের দ্বিতীয় সর্বাধীক সংক্রমিত এ জেলায় মোট আক্রান্ত ২ হাজার ৭০৪ জনের মধ্যে ইতোমধ্যে মৃত্যু হয়েছে ৪৩ জনের। জেলাটিতে গড় সনাক্তের হার ২২.৫৬% হলেও মৃত্যুহার ১.৫৯%।
পটুয়াখালীতে গত ২৪ ঘন্টায় ১৫৬ জনের নমুনা পরিক্ষায় ৬০জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। জেলাটিতে গত দিন দশেক ধরেই সংক্রমন বাড়ছে। দক্ষিণাঞ্চলের সর্বাধীক গড় মৃত্যুহারের এ জেলায় ইতোমধ্যে ২ হাজার ৬৭৯ জন আক্রান্তের মধ্যে ৫৭ জন মারা গেছেন। জেলাটিতে গড় সনাক্তের হার এখন পর্যন্ত দ্বিতীয় সর্বনি¤œ ১১.৫৮% হলেও মৃত্যুহার সর্র্বোচ্চ, ২.১৩%।
বরগুনাতেও গত এক সপ্তাহে উর্ধমুখি সংক্রমন ২৪ ঘন্টায় ভয়াবহ রূপলাভ করেছে। জেলাটিতে এসময়ে ১০৬ জনের নমুনা পরিক্ষায় ৭৫ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। জেলাটিতে গত ১৬ মাসের গড় সনাক্তের হার এ অঞ্চলের সর্বনিম্ন ১০.৯৩% হালেও গত ২৪ ঘন্টায় তা প্রায় ৭৪%-এ উন্নীত হয়েছে। জেলাটিতে করোনা সংক্রমনে ইতোমধ্যে মারা গেছেন ৩০ জন। মৃত্যুর এ হার দক্ষিণাঞ্চলের দ্বিতীয় সর্বোচ্চ ১.৮২%।
ভোলাতেও গত ২৪ ঘন্টায় সংক্রমন আগের দিনের ১৪ থেকে ৩০ জনে উন্নীত হয়েছে। জেলাটিতে এসময়ে ১০৬ জনের নমুনা পরিরক্ষায় ৩০ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। দ্বীপজেলাটিতে গত ১৬ মাসের গড় সনাক্তের হার ১৩.১২% হলেও বুধবার সকালের পূর্ববর্তি ২৪ ঘন্টার নমুনা পরিক্ষায় তা ছিল প্রায় ৩০%। নদী বেষ্টিত প্রকৃতিক দূর্যোগ কবলিত ভোলায় ইতোমধ্যে ২ হাজার ১৪৭ জন করোনা সংক্রমিতের মধ্যে ২৬ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর গড়হার দক্ষিণাঞ্চলের সর্বনি¤œ ১.২১%।
আর স্বাস্থ্য বিভাগের অনুমিত হিসেবে গত ২৪ ঘন্টায় দক্ষিণাঞ্চলে আরো ৭৬ জন সহ মোট সুস্থ হয়েছে উঠেছেন ১৫ হাজার ৪৭০ জন। সুস্থতার গড় হার ৭৬.৭৬%। যত গত দিন দশেক যাবত ক্রমশ নিম্নমুখি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।