Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সৈয়দপুরে ভিক্ষুককে চাল কিনে দিলেন পুলিশ

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০২১, ৮:৩০ পিএম

কঠোর লকডাউনের ৬ষ্ঠ দিনে নীলফামারীর সৈয়দপুর থানার ট্রাফিক পুলিশ সার্জেন্ট নাহিদ পারভেজ চৌধুরী একজন ভিক্ষুককে খাদ্য সামগ্রী কিনে দিয়েছেন।

আজ মঙ্গলবার (৬জুলাই) দুপুরে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের সুতারপাড়া গ্রামের ভিক্ষুক রবিউল (৩২) শহরে ভিক্ষা করতে আসেন। এমতাবস্থায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে ওই সার্জন। কথা বলার এক পর্যায়ে তিনি বলেন বাবা মুই আইজ দুই দিন থাকি বউ, ছাওয়াক নিয়া না খেয়া আছো। ট্রাফিক পুলিশ সার্জেন্ট ক্ষুধার্ত ব্যাক্তির চেহারা অনুধাবন করে তার সাধ্যমত চাল, ডালসহ কিছু খাদ্য সামগ্রী কিনে দেন।

ট্রাফিক পুলিশ সার্জেন্ট নাহিদ পারভেজ চৌধুরী বলেন, আসুন, আমরা বর্তমান পরিস্থিতিতে যার যার অবস্থান থেকে ওইসব অসহায়, গরিব ও দুস্থ মানুষের পাশে দাঁড়াই।

একজন পুলিশ সদস্যের মানুষের প্রতি ভালোবাসায় সকলকে জাগ্রত করেছে। এর ফলে অনেকেই হয়তো লকডাউন চলাকালীন সময়ে অসহায় গরিব মানুষদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নীলফারমারী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ