ইবি ভিসির অফিসে তালা, অডিও ক্লিপ বাজিয়ে আন্দোলন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালামের অডিও ফাঁসের ঘটনায় তৃতীয় দিনেও ভিসি
ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ধলহরাচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের মঞ্জুর মেধা বৃত্তি ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ঈদের তৃতীয় দিন বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৮নং ধলহরাচন্দ্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান বিশ্বাস। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মালেক মাস্টারের সভাপতিত্বে ও মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক জুয়েল আক্তারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মো. আব্দুস সালাম, আরো বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক আব্দুল বারী মোল্লা, ২নং ওয়ার্ডের সদস্য শামীম মোল্লা, মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার সিকদার কলেজের অধ্যক্ষ আবু বকর, বোরহান উদ্দিন কলেজের প্রভাষক মোঃ আজাদুল ইসলাম, থানা ছাত্রলীগের সভাপতি দিনার বিশ্বাস। জাহিদুল ইসলাম, ওলিয়ার রহমান, জরিল মিয়া, মহিদুল ইসলাম, মসিউর রহমান, মনোয়ার হোসেন, কায়রুল ইসলাস এবং আব্দুস সাত্তারসহ আরো অনেকে বক্তব্য রাখেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমি এই বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের অভিনন্দন জানাই এমন একটি মহতি উদ্যোগ গ্রহণ করায়। আবদুস সালাম বলেন, ভালোভাবে লেখাপড়ার পাশাপাশি নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামীদিনের ভবিষ্যৎ। সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।