Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ পঞ্চম সফলতম ফ্র্যাঞ্চাইজ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০২১, ১২:০২ এএম

ডমিনিক টোরেটোর পরিবার ‘এক্স-মেন’ সিরিজের মিউট্যান্টদের ছাড়িয়ে গেছে, অন্তত বক্স অফিসের বিবেচনায়। স¤প্রতি মুক্তিপ্রাপ্ত ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজের নবম ফিল্ম ‘এফনাইন’-এর বাণিজ্যিক সাফল্য ফ্র্যাঞ্চাইজকে ‘এক্স-মেন’ থেকে এগিয়ে নিয়েছে সামগ্রিক আয়ে। ‘এফনাইন’ বিশ্বব্যাপী আয় করেছে ৪২৩.৭১ মিলিয়ন ডলার এতে সিরিজের আয় এ পর্যন্ত ৬.২৯ বিলিয়ন ডলার (৫৩.২ হাজার কোটি টাকা) এর ফলে ‘এক্স-মেন’ পিছে পড়ে গেল, (আয় ৫১.৩ হাজার কোটি টাকা)। ২২.৫৫ বিলিয়ন ডলার (১ লক্ষ ৯০ হাজার ৭শ কোটি টাকা) আয় করে ‘মারভেল সিনেমাটিক ইউনিভার্স আছে শীর্ষে ডিজনির ‘স্টার ওয়ার্স’ ১০.৩১ বিলিয়ন ডলার (৮৭.২ হাজার কোটি টাকা) আয়ে দ্বিতীয় স্থানে আছে। ‘হ্যারি পটার’ আর ‘জেমস বন্ড’ সিরিজ আছে যথাক্রমে তিন ও চারে। ‘এফ নাইন’ এখনও চলছে। অভিনয় করছেন মিশেল রডরিগেজ, ডোয়েন জনসন, টাইরিস গিবসন, র্যাপ গায়ক লুডাক্রিস, জর্ডানা ব্রæস্টার, জেসন স্টেথাম এবং পরলোকগত পল ওয়াকার। ‘এফ নাইন’ মিশ্র মত পেয়েছে দর্শক ও সমালোচকদের কাছ থেকে। রটেন টম্যাটোজ ফিল্মটিতে ৬০ শতাংশ স্কোর দিয়েছে। ফিল্মটি পরিচালনা করেছেন জাস্টিন লিন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ