Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১০ম ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এ লেইসার ভূমিকায় ফিরবেন র‌্যাপ গায়িকা কার্ডি বি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জুন, ২০২১, ১২:০২ এএম

ভিন ডিজেল কিছুদিন আগে জানিয়েছেন নবম পর্বের পর ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজের আর দুটি ফিল্ম মুক্তি পাবে; এরপর সিরিজটি শেষ হবে। সম্প্রতি সিরিজের ‘ফাস্ট নাইন’ ফিল্মটি মুক্তি পেয়েছে। এই ফিল্মে লেইসার ভূমিকায় অভিনয় করেছেন র‌্যাপ গায়িকা কার্ডি বি যার সঙ্গে ভিন ডিজেল রূপায়িত ডমিনিক ওরফে ডমের একসময় সম্পর্ক ছিল। জানা গেছে লেইসার ভূমিকায় দশম পর্বে ফিরবেন কার্ডি বি। ডিজেল আগামী ফিল্মে তার অন্তর্ভুক্তি নিয়ে বলেছেন, ‘আমরা তার চরিত্রটিকে যুক্ত করতে পেরে রোমাঞ্চিত, চরিত্রটি শেষ পর্ব পর্যন্ত বিবর্তিত হবে। তিনি সময় মত নবম পর্বে যোগ দিয়েছেন এই চরিত্রের জন্য।’ প্রধানত র‌্যাপ গায়িকা কার্ড বি’র জন্য ‘ফাস্ট নাইন’ দ্বিতীয় চলচ্চিত্র। এর আগে তিনি ২০১৯ সালের ক্রাইম ড্রামা ‘হাসলার্স’-এ অভিনয় করেছেন। ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজে এর আগে অভিনয় করেছেন মিশেল রডরিগেজ, টাইরিস গিবসন, ক্রিস ‘লুডাক্রিস’ ব্রিজেস, সুং ক্যাং, নাটালি ইমানুয়েল, চার্লিজ থেরন, হেলেন মিরেন, কার্ট রাসেল, জন সেনা এবং মাইকেল রুকার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ