বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ডাঃ মুহাম্মদ খোরশেদ আলম এমবিবিএস (ডিএমসি), এফসিপিএস (মেডিসিন), এমডি (নিউরোলজী), নিউরোমেডিসিন, স্নায়ুরোগ, ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ। এমন পরিচয়ে দীর্ঘদিন চিকিৎসা করে আসছেন তিনি। কিন্তু পরে জানা গেল তিনি ভুয়া। এমবিবিএস তো দূরের কথা তার বিদ্যার দৌড় অষ্টম শ্রেণী পর্যন্ত। নগরীর আকবর শাহ এলাকায় ফার্মেসীতে চিকিৎসা প্রদান করে আসছেন তিনি। কিন্তু জিজ্ঞাসাবাদে তিনি তার প্রকৃত পরিচয় সাপেক্ষে কোন ডকুমেন্ট দেখাতে পারেননি।
মঙ্গলবার আকবরশাহ থানাধীন কর্নেল জোন্স রোড, হাজী ইব্রাহিম মেনসন, কাট্টলি মেডিকেল হলে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায় জিজ্ঞাসাবাদে তিনি আরও স্বীকার করেন, তিনি প্রকৃতপক্ষে অষ্টম শ্রেনী পাশ। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ার্ড বয় হিসেবে কাজ করতেন।
তিনি ইতিপূর্বে ২০১৭ সালে মাগুরায় ভুয়া চিকিৎসক হিসেবে ভ্রাম্যমান আদালত কর্তৃক এক বৎসরের কারাদন্ড প্রাপ্ত হন এবং একইভাবে ২০১৩ সালে কুমিল্লায় ভ্রাম্যমান আদালত কর্তৃক ৬ মাসের দন্ডপ্রাপ্ত হন বলে জানা যায়। তার বিরুদ্ধে রোগীর সাথে প্রতারণা, জালিয়াতি, ছদ্মবেশধারণের অভিযোগে নিয়মিত মামলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।