বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনা সংক্রমন প্রতিরোধে বেসামরিক বাহিনীর পাশাপাশি দেশব্যাপী সেনাবাহিনীর সদস্যরা কাজ করে যাচেছ। মাঠ পর্যায়ে কাজের ক্ষেত্রে সুবিধা-অসুবিধা এবং পরামর্শ মাধ্যমে সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে সেনাবাহিনীর সদস্যরা।
আজ মঙ্গলবার দুপুর ১টায় দিনাজপুর শহরের পুলিশ লাইনস মেসে এই মতবিনিময় করেন দিনাজপুর জেলার কো-অডিনেটর মেজর ইমরান।
এসময় সদর উপজেলার দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন নিঝর, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সচীন চাকমা, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলারসহ প্রিন্ট ও ইলেট্রোনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় মেজর ইমরান বলেন, সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে প্রথম দিন থেকে সেনা সদস্যরা কাজ করে যাচ্ছে। এর বাইরে সেনা প্রধানের নির্দেশে সেনাদের খাদ্যের টাকা বাচিয়ে অসহায় ও দুঃস্থ্যদের মাঝে ত্রাণ বিতরণ করা হচ্ছে। আগামী ১০ জুলাই দিনাজপুরের বিভিন্ন জায়গায় সেনা বাহিনীর উদ্যোগে ত্রাণ বিতরণ করা হবে। দিনাজপুর জেলা সীমান্তবর্তী হওয়ায় সদর উপজেলায় করোনা ভাইরাস প্রকোট আকার ধারণ করেছে। জেলা প্রশাসনের অনুরোধ দিনাজপুর সদর উপজেলায় সেনা বাহিনীর অতিরিক্ত ১টি টিম মঙ্গলবার সকাল থেকে কাজ করছে। এছাড়াও করোনা প্রতিরোধ সাংবাদিকদের নিউজের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।