Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গুপ্তচরবৃত্তির দায়ে কবুতর আটক

প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : কাশ্মিরের উরিতে সৈন্য নিহতের ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজমান থাকলেও তা এমন পর্যায়ে গেছে যে, পাকিস্তানের পক্ষে গুপ্তচরবৃত্তি করছে এমন অভিযোগে একটি সাদা কবুতরকে আটক করেছে ভারতের পুলিশ। গত শুক্রবার দেশটির পাঞ্জাবের হরিশপুর জেলা পুলিশ জানিয়েছে, তাদের ধারণা, সাদা রঙের কবুতরটি পাকিস্তান থেকে এসেছে। তার শরীরে উর্দুতে কিছু শব্দ লেখা রয়েছে। এরপরই গুপ্তচরবৃত্তির অভিযোগে কবুতরটিকে তারা আটক করেছে। পুলিশ আরও জানায়, হরিশপুর জেলার পাঠানকোটের সেনা নিয়ন্ত্রিত মটলা গ্রামের নরেশ কুমার গত বৃহস্পতিবার তার বাড়িতে রোগাক্রান্ত কবুতরটি দেখতে পান। এরপর সেটিকে ধরে তার শরীরে কিছু উর্দু লেখা দেখতে পান তিনি। সঙ্গে সঙ্গে নরেশ কুমার কবুতরটিকে থানায় নিয়ে যান। পুলিশও সেটিকে আটক করে লকাপে ভরে রাখে। পরে পুলিশ কবুতরটির এক্স-রে করে। তবে সেখানে সন্দেহজনক কিছু ধরা পড়েনি। গত বছরের মে মাসে একই ধরনের ঘটনায় ভারতীয় পুলিশ আরেকটি কবুতর আটক করেছিল। সেবার চ-িগড়ের পুলিশ জানিয়েছিল, সাদা কবুতরটির শরীরে উর্দু লেখা ও সিল ছিল। তারও এক্স-রে করা হয়েছিল। টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গুপ্তচরবৃত্তির দায়ে কবুতর আটক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ