Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

সৈয়দপুরে ঔষধ ও খাদ্যের দোকানে মানা হচ্ছেনা সামাজিক দূরত্ব

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০২১, ৫:০৬ পিএম

নীলফামারীর সৈয়দপুরে কঠোর লকডাউনের ৬ষ্ঠ দিনে ঔষধ ও খাদ্য পণ্যের দোকানে সামাজিক দুরত্ব মানার বালাই নেই। মাস্ক পরতেও অনিহা দেখা যায়।
আজ মঙ্গলবার (৬জুলাই) সরজমিন শহরের বঙ্গবন্ধু সড়ক, শহীদ তুলশিরাম সড়ক, শহীদ ডা: শামছুল হক সড়ক, শহীদ ডা. জিকরুল হক সড়ক, বিচালী হাটি সড়ক ঘুরে দেখা গেছে একই চিত্র। এর মধ্যে পৌর সব্জি বাজার, মাছ বাজার, ঔষধের দোকান, ডিম দোকান ও বিভিন্ন খাদ্য দ্র্রব্যর দোকানে অন্তত তিন ফিট দূরত্ব থাকার কথা থাকলেও মানা হচ্ছেনা সামজিক দূরত্ব। বিক্রেতাদের মাস্ক পরার নির্দেনা দেয়া থাকলেও বেশির ভাগ দোকানের কর্মচারীরা তা মানছেন না। তবে যৌথ বাহিনীর গাড়ী দেখলো তাৎক্ষনিক আইন মানার প্রবনতা দেখা গেলেও প্রশাসনের লোকজন চলে গেলে একই অবস্থা। ব্যপারটা এমন দাঁড়িয়েছে যেন আইন না মানাই যেন বড় কৃতিত্ব।
এতে করোনা ভাইরাস সংক্রমন বিস্তার রোধে চলাচলে বিধি-নিষেধ ও সরকারি নির্দেশনা ভেস্তে পরেেেছ। জীবন রক্ষাকারী ঔষধ ও বিভিন্ন খাদ্যের দোকান চলমান লকডাউনকরোনায় বিধিনিষেধের আওতামুক্ত থাকায় দোকান খুলে নির্বিঘেœ ব্যবসা চালিয়ে যাচ্ছে। সরকারি নির্দেশনা মোতাবেক কমপক্ষে তিন ফিট দুরত্বে মাস্ক পড়ে পণ্য ক্রয় ও বিক্রয় করার নির্দেশনা থাকলেও তা উপেক্ষা করা হচ্ছে।
এ বিষয়ে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) রমিজ আলম জানান, আমরা ইতোমধ্যে ব্যবসায়ী সমিতিকে নির্দেশনা দিয়েছি ও মাইকিং করেছি তাতেও যদি নির্দেশণা অমান্য করে পরবর্তিতে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ