Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী শনাক্তের রেকর্ড ৩৮৭ জন

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০২১, ৫:০০ পিএম

এবার সিলেট বিভাগে অতীতের সব রেকর্ড ভেঙে একদিনে ধরা পড়েছে ৩৮৭ জনের শরীরে। এটাই এ পর্যন্ত সিলেটে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী শনাক্তের রেকর্ড। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিসংখ্যানবিদ মো. মতিউর রহমান প্রদত্ত তথ্যে করোনার ভয়াবহতার এমন চিত্র এখন বাস্তবতা।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র জানায়, আজ সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিভাগে শনাক্ত হওয়া ৩৮৭ জন করোনা রোগীর মধ্যে ১৯১ জন সিলেট জেলার। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ৫৬ জন, হবিগঞ্জের ২৮ জন ও মৌলভীবাজারের ৫৬ জন এবং সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫৬ জন। রয়েনে চিকিৎসাধীন এদিকে, আজ সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ২ জন মারা গেছেন বিভাগে। এর মধ্যে একজন সিলেট ও অপর জন হবিগঞ্জের। আর গত মাত্র ৫ দিনে বিভাগে মারা গেছেন ২২ জন। সারা বিভাগে এ পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ৪৯৩ জন। এর মধ্যে সিলেট ৪ শ, সুনামগঞ্জে ৩৪, হবিগঞ্জে ২২ জন ও ৩৭ জন মারা গেছেন মৌলভীবাজারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ