Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেনাবাহিনীতে ছুটির হিড়িক

অসুস্থতার কারণ দেখিয়ে ভারতে ৪০ হাজার আবেদন!

প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : কাশ্মীরের উরিতে সেনা ক্যাম্পে হামলার ঘটনায়

পাকিস্তানের বিরুদ্ধে হুঙ্কার দিলেও শেষ পর্যন্ত যুদ্ধের ময়দানে আসতে চাচ্ছে না ভারতীয় সেনারা। শনিবার এমন দাবি করেছে একটি পাকিস্তানি মিডিয়া।
দেশটির উর্দূ নিউজপোর্টাল দৈনিক পাকিস্তান জানায়, ভারতীয়
সেনারা যুদ্ধের ত্রিসীমা ছেড়ে বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। সম্ভাব্য পাক-ভারত যুদ্ধের ডামাডোলের মধ্যে রেকর্ড সংখ্যক ভারতীয় সেনা ছুটির আবেদন করেছে। এরকম খবর ভারতীয় মিডিয়া সূত্রেও পাওয়া গেছে।
বলা হচ্ছে, সম্প্রতি ৪০ হাজারেরও বেশি সেনা সদস্য ছুটির
আবেদন করেছে। ছুটির আবেদনে অসুস্থাসহ নানা অজুহাত দেখানো হচ্ছে। যুদ্ধ-উত্তেজনায় এতো সংখ্যক সেনার আবেদনে পেরেশান ভারতীয়
সামরিক কর্তৃপক্ষ। এজন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়কে চিঠি লিখে বিষয়টি অবগত করার কথাও জানিয়েছে সামরিক কর্তৃপক্ষ। সম্প্রতি উরিতে সেনা ক্যাম্পে হামলায় ১৮ ভারতীয় সেনা সদস্য নিহতের ঘটনার পর পাক-ভারত
যুদ্ধের উত্তেজনা চলছে। সীমান্তে সামরিক বাহিনীসহ অস্ত্রের মজুদ করেছে ভারত। পাকিস্তানও প্রতিহতের পাল্টা হুমকি দিচ্ছে। ইসলামাবাদের
আকাশে উড়ছে যুদ্ধবিমান। অন্য দিকে, ভারতও হুমকি দিয়ে রেখেছে পাকিস্তানকে যথাযোগ্য জবাব দেওয়া হবে। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সেনাবাহিনীতে ছুটির হিড়িক

২৬ সেপ্টেম্বর, ২০১৬
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ