Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লৌহজংয়ে করোনায় ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু, আক্রান্ত ৬

লৌহজং (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০২১, ৪:২০ পিএম

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় করোনাভাইরাস আক্রান্ত হয়ে আজ (মঙ্গলবার ৬ জুলাই) সকালে চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যু হয়েছে। মৃতের নাম জাহানারা বেগম (৬৫)। তিনি উপজেলার খিদিরপাড়া গ্রামের মোহাম্মদ আলী হাওলাদারের স্ত্রী। যানা যায় গত শনিবার সর্দি, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নমুনা পরীক্ষা করালে তাঁর করোনা পজিটিভ আসে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গত শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ৪ দিনে ৩৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ১৮ জনের করোনা পজিটিভ আসে। শনাক্তের হার প্রায় ৭০ শতাংশ। আর শনাক্ত ৩৫ জনের ৫ জনই লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। শনাক্তদের মধ্যে ২ জন চিকিৎসক, একজন অফিস সহকারী, একজন যক্ষ্মা নিয়ন্ত্রণ সহকারী ও একজন বাবুর্চি রয়েছেন।
এসব তথ্য নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর-এ-আলম খান জানান, লৌহজং উপজেলায় এ পর্যন্ত ৫৫৮ জনের করোনা শনাক্ত এবং ১০ জনের মৃত্যু হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ