Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

যুদ্ধ এড়াতে চায় ভারত

প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের পক্ষে সম্ভাব্য হামলার আশঙ্কা করে প্রত্যাঘাতের প্ল্যান সাজিয়ে ফেলেছে পাকিস্তান। জিও টিভির রিপোর্টে বলা হয়েছে, ভারতের কোথায় কোথায় পাকসেনা হামলা চালাবে সেই টার্গেট ইতিমধ্যেই ছকে ফেলা হয়েছে। সীমান্ত পেরিয়ে ভারত হামলা চালালে, পাকসেনা যাতে তৎক্ষণাৎ মোক্ষম জবাব দিতে পারে সেই প্রস্তুতি সেরে রাখা হয়েছে। পাক সেনার উদ্ধৃতি দিয়ে জিও টিভি জানিয়েছে, যুদ্ধবাজ ভারতের দিক থেকে কোনোরকম আগ্রাসনের চেষ্টা হলে পাকিস্তান তার যোগ্য জবাব দিতে তৈরি আছে। সম্ভবত এই বিষয়গুলো মাথায় রেখেই নয়াদিল্লি যুদ্ধের বিষয়টি এড়িয়ে কূটনৈতিক পথেই এগোতে চাইছে। লক্ষ্য আন্তর্জাতিক স্তরে পাকিস্তানকে জঙ্গি মদতদাতা রাষ্ট্র হিসেবে চিহ্নিত করা। একটি সূত্রে উল্লেখ করা হয়, পাকিস্তান যুদ্ধের জন্য তৈরি। যুদ্ধের যাবতীয় প্রস্তুতি সেরে রাখা হয়েছে। আঘাত হলেই প্রত্যাঘাতে জবাব দেওয়া হবে। সূত্রের খবর, শুধুই টার্গেট ঠিক করে রাখা নয়, সেইমতো সেনাও মোতায়ন করা হয়েছে। পরিকল্পনা মতোই পরপর টার্গেটে আঘাত করা হবে। সরকারি সূত্রে বলা হয়েছে, পাক আর্মির ক্ষমতা সম্পর্কে ভারত নিশ্চয়ই সতর্ক রয়েছে। সীমান্তরক্ষায় যে কোনও চ্যালেঞ্জের মোকাবিলায় পাক-সেনা প্রস্তুত। জিও টিভি, বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুদ্ধ এড়াতে চায় ভারত

২৬ সেপ্টেম্বর, ২০১৬
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ