Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

শরীয়তপুরে প্রতিদিনই বাড়ছে করোনা রোগীর সংখ্যা

শরীয়তপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০২১, ৩:৪৮ পিএম

শরীয়তপুর জেলায় করোনা রোগীর সংখ্যা একদিন পর আবারো বৃদ্ধি পেয়ে রেকর্ড অতিক্রম করেছে। ৬ জুলাই (মঙ্গলবার) শরীয়তপুর জেলার মোট ১৭০টি নমুনা পরীক্ষায় ৫৯ জনের করোনা ভাইরাস চিহিৃত হয়েছে বলে জানিয়েছে সিভিল সার্জন ডাঃ এসএম আব্দুল্লাহ আল মুরাদ।
জেলার করোনা নিয়ন্ত্রনে জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক দুরত্ব নিশ্চিত করার লক্ষ্যে জেলা ও উপজেলা প্রশাসনা, পুলিশ বিভাগ, সেনাবাহিনী ও বিজিবি একযোগে কাজ করছে। আজ শরীয়তপুর জেলা সদরসহ অপর ৫ উপজেলা সদরে পৃথক ভাবে ভ্রাম্যমান আদালতের পাশাপাশি অভিযান পরিচালনা করেছে প্রশাসন।
জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান জানান, আমাদের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ সহ পুলিশ সুপার এস.এম. আশরাফুজ্জামান এর নেতৃত্বে পুলিশ বিভাগ ও সেনাবাহিনীর ৯৯ কম্পোজিট ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কামরুল হাসান এর নেতৃত্বে সেনাবাহিনীসহ বিজিবি, র‌্যাব ও আনসার বাহিনী করোনা নিন্ত্রয়নে সর্বাত্মক কাজ করে চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ