Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রথম মুখোমুখি বিতর্ক আজ

প্রেসিডেন্সিয়াল ডিবেটে প্রস্তুত হিলারি ও ট্রাম্প

প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রে এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্র্র্থী হিলারি ক্লিনটন এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আজ সোমবার স্থানীয় সময় রাত ৯টায় (বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল) তাদের বহু প্রতীক্ষিত প্রথম মুখোমুখি বিতর্কে অবতীর্ণ হচ্ছেন। উভয়ের জন্যই এই বিতর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরাসরি নকআউট পাঞ্চে প্রতিদ্বন্দ্বীকে ধরাশায়ী করার মাধ্যমে লড়াই নিজের পক্ষে নিয়ে আসার এটি একটি অপূর্ব সুযোগ। নিউইয়র্কের হফস্ট্রা বিশ্ববিদ্যালয়ে দর্শকদের উপস্থিতিতে ৯০ মিনিট স্থায়ী এই বিতর্ক শুরু হবে স্থানীয় সময় সোমবার রাত নয়টায় (বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল সাতটা)। সিএনএনসহ অধিকাংশ মার্কিন টিভি নেটওয়ার্ক এই বিতর্ক সরাসরি সম্প্রচার করবে। প্রথম বিতর্কটি সঞ্চালনা করছেন এনবিসি টিভির জনপ্রিয় সংবাদ উপস্থাপক লেস্টার হল্ট। হল্ট জানিয়েছেন, উভয় প্রার্থীকে তিনি তিনটি বিষয় নিয়ে প্রশ্ন করবেন যুক্তরাষ্ট্র কোন পথে চলছে, কীভাবে সমৃদ্ধি অর্জন সম্ভব এবং কীভাবে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করা যায়। ডোনাল্ড ট্রাম্প সহজেই উত্তেজিত হন, বিশেষত ব্যক্তিগত যোগ্যতা বিষয়ে সন্দেহসূচক কোনো প্রশ্নে। হিলারি সম্ভবত চেষ্টা করবেন ট্রাম্পের দুর্বল দিকগুলো খুঁচিয়ে তাকে গোড়া থেকেই বেকায়দায় ফেলে দিতে। ট্রাম্পের দুর্বলতা চিহ্নিত করতে সাহায্য করার জন্য হিলারি শিবির একজন মনোরোগ বিশেষজ্ঞ ও ট্রাম্পের সাবেক জীবনী লেখককে কাজে লাগাচ্ছে। প্রস্তুতি হিসেবে হিলারি কয়েক দিন থেকেই ‘মক ডিবেট’ বা সাজানো বিতর্কে অংশ নিচ্ছেন। ট্রাম্প শিবিরও হিলারির দুর্বল দিকগুলো খুঁজে দেখেছে। টিভি দর্শকের হিসাবে এ বিতর্ক আগের যেকোনো রেকর্ড ছাড়িয়ে যাবে। ২০১২ সালে ওবামা ও মিট রমনির প্রথম বিতর্কের মোট টিভি দর্শক ছিল ৬ কোটি ২০ লাখ। এবার সম্ভবত ১০ কোটি বা তার চেয়ে বেশি হবে টিভি দর্শকের সংখ্যা। এবারের প্রেসিডেন্সিয়াল ডিবেটের প্রথম আয়োজনে অত্যন্ত ঠা-া মাথায় ট্রাম্পকে মোকাবেলা করার সকল প্রস্তুতিই নিয়েছেন হিলারি। বহুল প্রত্যাশিত এই বিতর্কে লিঙ্গ প্রসঙ্গের যে দিকগুলো উঠে আসবে তা একটু স্থুল, সোজাসাপ্টা আর অনেকাংশেই কৌতুকপূর্ণ হয়ে উঠতে পারে। তাই এবার হিলারি যে প্রস্তুতি নিচ্ছেন তেমনটা তার দীর্ঘ ক্যারিয়ারে আর কখনোই নিতে হয়নি। হোক তা ছাত্রকালীন বার পরীক্ষার প্রস্তুতি, ২০০০ সালের সিনেট নির্বাচনের ডিবেট, ২০০৮ সালের প্রেসিডেন্ট প্রার্থীতার ডিবেট, কিংবা এই সেদিনের ডেমোক্র্যাট প্রার্থীতায় জনপ্রিয় বার্নি স্যান্ডার্সের বিপক্ষে ডিবেটের প্রস্তুতি। ক্যারিয়ারের সবগুলো বাঁকে তাকে লড়াই করে জয়ী হতে হয়েছে, যেখানে পুরুষই ছিলো প্রধান প্রতিদ্বন্দ্বী। সুতরাং লিঙ্গ প্রসঙ্গ বারবারই এসেছে। আর সেগুলো মোকাবেলা করেই তিনি এগিয়েছেন। হিলারি অত্যন্ত অভিজ্ঞ তার্কিক। ফলে সবাই আশা করছে তিনি এই বিতর্কে ভালো করবেন। অন্যদিকে ট্রাম্পের ব্যাপারে প্রত্যাশা এতই কম যে বড় কোনো ধরনের ভুল ছাড়া ৯০ মিনিট কাটাতে পারলেই তিনি নিজেকে বিজয়ী ঘোষণা করবেন, এ ব্যাপারে কোনো ভুল নেই। বিবিসি, এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রথম মুখোমুখি বিতর্ক আজ

২৬ সেপ্টেম্বর, ২০১৬
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ