বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কঠোর লকডাউন ও বিধিনিষেধ আরোপ করেও খুলনায় করোনা সংক্রমণের লাগাম টেনে ধরা যাচ্ছে না। দিন দিন বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। একই সাথে পাল্লা দিয়ে বাড়ছে প্রাণহানি।
খুলনা সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ আজ সকালে জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় সমগ্র জেলায় ৭৯৫ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনা পজিটিভ পাওয়া গেছে ৩৪৯ জনের। আক্রান্তের হার ৪৩ শতাংশ। গতকাল সোমবার আক্রান্তের সংখ্যা ছিল ২৩৯, শনাক্তের হার ৩৬ শতাংশ। রোববার আক্রান্ত হন ১৫০ জন, আক্রান্তের হার ৩৪ শতাংশ। শনিবার আক্রান্ত হন ৭৪, হার ৪১ শতাংশ। শনিবার রোববার আক্রান্তের সংখ্যা কম হওয়ার কারণ খুলনা মেডিকেল কলেজের প্রধান পরীক্ষাগার (পিসিআর ল্যাব) বন্ধ ছিল। তবে শনাক্তের হার দেখলে সহজেই অনুমান করা যায় খুলনাতে করোনা বিস্তারের ভয়াবহতা।
অন্যদিকে সংক্রমণের পাশাপাশি খুলনায় বাড়ছে প্রাণহানী। আজ খুলনায় মারা গেছেন ১৭ জন। গতকাল সোমবার এ ছিল ১৭. রোববার ১১ জন।খুলনার ৪ টি করোনা হাসপাতালে এ মুহুর্তে আইসিইউ তে আছেন কমপক্ষে ৪০ জন। ভর্তি রোগীদের মধ্যে করোনার সর্বোচ্চ ঝুঁকিতে আছে আরো ১০০ জন।
এদিকে কঠোর লকডাউন চললেও করোনাকে নিয়ন্ত্রনে আনা যাচ্ছে না। স্থানীয় স্বাস্থ্য বিভাগ বলছে, কঠোর লকডাউন মেনে না চলা, করোনার উপসর্গ দেখা দিলে চিকিৎসকের সাথে যোগাযোগ না করা এবং আক্রান্তের পর অবাধে ঘুরে বেড়ানো করোনা বিস্তারের অন্যতম প্রধান কারণ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।