Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিন বাহিনী প্রধানের সাথে মোদির বৈঠক

প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : উরির ঘটনায় আবারো প্রতিরক্ষাবাহিনীর তিন প্রধানের সঙ্গে গত শনিবার বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতনিয়ন্ত্রিত কাশ্মিরের উরি সেনাঘাঁটিতে হামলার পর ভারতের পরবর্তী পদক্ষেপ কী হবে তার পরিকল্পনা করতেই এই বৈঠক বলে ধারণা করা হচ্ছে। বৈঠকে প্রতিরক্ষা বাহিনীর তিন প্রধান ছাড়াও ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। কাশ্মিরের উরি সেনাঘাঁটিতে হামলার প্রত্যাঘাত কিভাবে করা যায়, তা নিয়ে শনিবার ভারতের সশস্ত্র বাহিনীর তিন প্রধানের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই বৈঠকে ছিলেন সেনাপ্রধান, বিমানবাহিনীপ্রধান এবং নৌবাহিনীর উপ-প্রধান। জানা গেছে, সেখানে উরি হামলার জবাব কিভাবে প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানকে দিতে পারে ভারত তা নিয়েই আলোচনা হয়েছে। এছাড়া সারা দেশের নিরাপত্তা পরিস্থিতির বিষয়েও খোঁজ নিয়েছেন মোদি। এর আগেও ওয়ার রুমে একই ধরনের বৈঠক করেছিলেন মোদি। এর পাশাপাশি সরকারি উচ্চপর্যায়ে দফায় দফায় বৈঠক তো চলছেই। দি হিন্দু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তিন বাহিনী প্রধানের সাথে মোদির বৈঠক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ