Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মমেক করোনা ইউনিটে আরও ৭ জনের মৃত্যু

ময়মনসিংহ ব্যুরো | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০২১, ১১:৫৫ এএম

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ৭ জনের মৃত্যু হয়েছে।এদের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমনে কোভিড-১৯ পজিটিভ হয়ে মারা গেছেন ৩ জন।সন্দেহজনক করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৪ জন।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডাঃ মোঃ মহিউদ্দিন খান।

তিনি বলেন-সোমবার সকাল ৮ ঘটিকা হতে মঙ্গলবার সকাল ৮ ঘটিকা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তারা হলেন-১.ময়মনসিংহ সদর উপজেলার তানিয়া (৩৫) এবং২, এবিএম উসমান গনি(৬৫),৩.জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার হেলাল উদ্দিন(৪৫)।

সন্দেহজনক কোভিড-১৯ এর উপসর্গ নিয়ে যারা মারা গেছেন তারা হলেন-১.শেরপুর সদর উপজেলার শিউলি (১৭), ২.জালালউদ্দিন(৭০), ৩.তিথি (২৯) এবং ৪.ময়মনসিংহের ভালুকা উপজেলার সিনথিয়া (২৮)।

সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, ময়মনসিংহে নতুন করে আরও ১৬৯ জন করোনা ভাইরাসের সংক্রমনে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছে ৭০ জন।আইসিইউ-তে চিকিৎসাধীন আছেন ২২ জন সহ মোট রোগীর সংখ্যা ৩০০ জন ।এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৫০ জন।

এদিকে ময়মনসিংহে উদ্বেগজনকহারে বাড়ছে সাধারণ সর্দি জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা ।গত ২৪ ঘন্টায় ওয়ানস্টপ ফ্লো-কর্ণারে চিকিৎসা নিয়েছেন ২৪৪ জন রোগী।এদের মধ্য থেকেই পরে করোনায় পজিটিভ হয়েছেন ২৭ জন।৮ জনকে আক্রান্তের পর করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে।বাকি ১৯ জনকে হোম কোয়ারেন্টাইনে চিকিৎসা করা হচ্ছে।

অপরদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সাসপেক্ট হিসেবে চিকিৎসা নিয়েছেন ৩৫ জন।এদের মধ্যে ২১ জনকে হাসপাতালের কোভিড ইউনিটে এবং ১৪ জনকে হোমকেয়ার চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ