Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টাঙ্গাইলে কঠোর লকডাউনের মধ্যেও রাস্তায় বেড়েছে মটরসাইকেল ও ব্যাটারী চালিত রিক্সা চলাচল

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০২১, ১১:৩৩ এএম

কঠোর লকডাউনের ষষ্ঠ দিনে আজ মঙ্গলবার টাঙ্গাইলের বিভিন্ন পয়েন্টে জেলা পুলিশের পক্ষ থেকে ৫৪টি চেকপোষ্ট বসিয়ে লকডাউন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। কঠোর নজরদারির পরেও রাস্তায় মটরসাইকেল, বাটারী চালিত রিক্সা ও মানুষের চলাচল বেড়েছে।
এদিকে জেলা প্রশাসনের সহায়তায় মাঠে কাজ করছে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা। এছাড়া র‌্যাব ও আনসার সদস্যরাও মাঠে টহল দিচ্ছে। পাশাপাশি কঠোর লকডাউন বাস্তবায়নে নির্বাহী ম্যাজিসস্ট্রেটদের নের্তৃত্বে ভ্রাম্যমান আদালত মাঠে কাজ করছে। পুরো জেলায় শহর এলাকায় মানুষের চলাচল সীমিত করা হয়েছে। পুলিশী চেকপোস্টে সাধারণ মানুষ বিভিন্ন অজুহাত দেখাচ্ছে।
অপরদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও কাঁচাবাজার ছাড়া জেলার ব্যবসা প্রতিষ্ঠান, মার্কেটসহ দোকান-পাট বন্ধ রয়েছে। সড়ক ও মহাসড়কে জরুরী পণ্যবাহী যানবাহন চলাচল করছে। এছাড়া বন্ধ রয়েছে গণপরিবহন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ