Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সিলেটে করোনাঝড়ে ৪ দিনে প্রাণ গেল ২০ জনের

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০২১, ১১:১৯ এএম

সিলেটে করোনাঝড়ে মাত্র ৪ দিনে কেড়ে নিয়েছে ২০ জনের প্রাণ। গত মাসের শেষ দিন (১ জুলাই সকাল ৮টা) পর্যন্ত সিলেটে মৃত্যুর সংখ্যা ছিলো ৪৭১। আর ৫ জুলাই সকাল ৮টা পর্যন্ত অর্থাৎ- মাত্র ৪ দিনে এ অঞ্চলে ২০ জনের মৃত্যু ঘটেছে করোনার ছোবলে। এ সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ১ শ ৮৫ জন। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের দৈনিক প্রতিবেদন পর্যালোচনা করে জানা গেছে এসব তথ্য। এদিকে, সিলেটে করোনায় যেভাবে বেড়েছে মৃত্যু ও পজিটিভ শনাক্তের সংখ্যা- তেমনি চাপ বেড়েছে হাসপাতালেও করোনা রোগীর। সিলেটে করোনা চিকিৎসা দেওয়া সরকারি-বেসরকারি সকল হাসপাতালে পজিটিভ রোগীদের উপচেপড়া ভিড়। জানা গেছে, সিলেটের একমাত্র করোনা বিশেষায়িত সরকারি চিকিৎসালয় শহীদ ডা. শামসুদ্দীন আহমদ হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসার জন্য ১০০টি শয্যা রয়েছে। এরমধ্যে ৯৮টিতে ভর্তি রয়েছেন রোগী। হাসপাতালটির আইসিইউ শয্যা রয়েছে ১৬টি। এরমধ্যে দুটি আইসিইউ বরাদ্দ রয়েছে ডায়ালাইসিস রোগীদের জন্য। বর্তমানে ১৫টি আইসিইউ-তেই রোগী রয়েছেন। শামসুদ্দিন হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডা. মোহাম্মদ মিজানুর রহমান বলেন, এখানে যে আইসিইউ রয়েছে সেটি পর্যাপ্ত না। তবে অক্সিজেন সরবরাহ রয়েছে পর্যাপ্ত। আর এখন প্রতিটি রোগীর ১৫ থেকে ২০ লিটার অক্সিজেন প্রয়োজন হচ্ছে। যেখানে আগে চাহিদা ছিল ৫ থেকে ১০ লিটার। এখানে ১০ হাজার লিটার সেন্ট্রাল লাইন অক্সিজেন রয়েছে। এটি তিন হাজার লিটার কমে গেলেই পরিপূর্ণ করে দেওয়া হচ্ছে আবারও সেটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ