Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে একদিনে ৯ জনের মৃত্যু আক্রান্ত ৬৬২

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০২১, ৯:২৩ এএম

চট্টগ্রামে করোনা সংক্রমণ বাড়ছে লাফিয়ে লাফিয়ে। আক্রান্তের সংখ্যা প্রতিদিন রেকর্ড অতিক্রম করছে। গত ২৪ ঘণ্টায় আরো নয় জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন আরো ৬৬২ জন। মঙ্গলবার সকালে জেলা সিভিল সার্জন অফিস থেকে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয় গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮৯০ জনের। সংক্রমণ শনাক্ত হয়েছে ৬৬২ জনের। সনাক্ত বিবেচনায় আক্রান্তের হার ৩৫ শতাংশ ছাড়িয়ে গেছে। আক্রান্ত এবং সনাক্তের এ হার এ পর্যন্ত সর্বোচ্চ। গতকাল সোমবার আক্রান্তের সংখ্যা ছিল ৫৫৯ আর আক্রান্তের হার ছিল ৩৪ শতাংশ।
নতুন আক্রান্তদের মধ্যে মহানগরীর বাসিন্দা ৪৪৯ জন জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা ২১৩ জন। মহানগরীতে মৃত্যু হয়েছে ২ জনের, ৭ জন জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৩১জন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬১ হাজার ৫৮৯ জন। চট্টগ্রামে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল গত বছরের ৩ এপ্রিল। করোনায় প্রথম মৃত্যু হয় একই বছরের ৯ এপ্রিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ