Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সখিপুরে লকডাউন অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০২১, ৯:১৫ পিএম

দেশব্যাপী করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় প্রথম দফায় সরকার ঘোষিত ৭ দিনের কঠোর লকডাউনের ৫ম দিনেও মাঠে তৎপর ছিল টাঙ্গাইলের সখিপুর উপজেলা প্রশাসন।

আজ সোমবার (০৫ জুলাই) দিনব্যাপী সখিপুর উপজেলার গ্যাস চৌরাস্তা ও বেড়বাড়ি বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সখিপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা।

আদালত সূত্রে জানা যায় মোট ৪ টি মামলায় এক হাজার ছয়শত টাকা জরিমানা আদায় করা হয়। দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলো সখিপুর এতিম খানা রোডের সানোয়ার ও বিল্লাল।

সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আজ সোমবার সখিপুর উপজেলায় নতুন করে ২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ সংক্রমণ ঠেকাতে লকডাউন বাস্তবায়নের বিকল্প নেই। ইতিমধ্যে সরকার লকডাউন আরো ৭দিন বাড়িয়ে ১৪ জুলাই পর্যন্ত বৃদ্ধি করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টাঙ্গাইল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ