Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সৈয়দপুরে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশা চালক নিহত

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০২১, ৮:৫২ পিএম

নীলফামারীর সৈয়দপুরে দ্রুতগতির বেপরোয়া ট্রাকের ধাক্কায় ইস্রাফিল (৫৫) নামে ব্যাটারিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন। আজ সোমবার (৫ জুলাই) উপজেলার কামারপুকুর ইউনিয়নের সৈয়দপুর-রংপুর মহাসড়কের হাজীরবটতলা এলাকার ইসমাইল বীজ হিমাগারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত অটোরিকশা চালকের বাড়ি ওই ইউনিয়নের ধলাগাছ সরদারপাড়া এলাকায়।

পুলিশ জানায়, অটোরিকশা চালক ইস্রাফিল ওই দিন সকালে ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে সৈয়দপুর-রংপুর মহাসড়ক হয়ে শহরের দিকে যাচ্ছিলে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক (নং- ঢাকা মেট্রো- ন-১৩-১৩৯১) নিয়ন্ত্রণ হারিয়ে ওই অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশাটি মহাসড়কের পাশে পড়ে গিয়ে উল্টে যায়। এ সময় অটোরিকশা চালক আহত হন। পরে আশপাশের থাকা লোকজন ছুটে এসময় আহত অটোচালক ইসরাফিলকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত. ঘোষণা করেন।

এ দুর্ঘটনার পর পরই চালক ও সহকারি ট্রাকটি ফেলে পালিয়ে যায়। পরে দুর্ঘটনার খবর পেয়ে রংপুরের তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পৌঁছে অটোরিকশাটি ও ট্রাকটি আলামত হিসেবে জব্দ করে।

তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. নুরুন্নবী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নিয়ে মৃতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হাসনাত খান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নীলফারমারী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ