গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু। সোমবার (৫ জুলাই) নিজের জন্মদিনে রাজধানীর দয়াগঞ্জস্থ লেগুনা পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন তিনি।
খাদ্য সামগ্রী মধ্যে চাউল, ঢাল, আলু, বেগুন, পটোল, ধুন্দুল, কাকরোল, ঢেঁড়স, করোলা, কাঁচকলা, কাঁচামরিচ, শাকের মধ্যে রয়েছে, লালশাক, পুইশাক, কলমিশাক ইত্যাদি।
খাদ্য সামগ্রী বিতরণকালে গাজী সারোয়ার হোসেন বাবু বলেন, প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্ব মানবিক যুবলীগ সবসময় অসহায় মানুষের পাশে আছে। মানবিক কার্যক্রমের অংশ হিসেবে আমরা যুবলীগের নেতাকর্মীরা এই করোনাকালীন সময়ে অসহায়, হতদরিদ্র মানুষের পাশে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুঃখী মানুষের মুখে হাসি ফুটানোর যে প্রয়াস তা বাস্তবায়নে পরশ-নিখিলের নেতৃত্ব যুবলীগ অঙ্গীকারবদ্ধ।
দুই শতাধিক পথচারী, রিকশাওয়ালা, হতদরিদ্র অসহায় মানুষের মাঝে কাঁচা তরিতরকারি, শাকসবজিসহ, করোনা প্রতিরোধক সামগ্রী মাস্ক বিতরণ করা হয়।
লক্ষীবাজারে খাদ্য সামগ্রী বিতরণের আয়োজন করেন সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কাউসার হক, ৪৩ নং ওয়ার্ড যুবলীগ নেতা আফজাল খান, শংকর কান্তি, মাসুদ রানা, মো. লিটন শেখ, ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটির সভাপতি রাহাত হুসাইন, সাংগঠনিক সম্পাদক সাদিক ভিস্তিসহ অন্যরা।
অন্যান্য আয়োজনের মধ্যে পুরান ঢাকার সামাজিক সংগঠন মাঞ্জা গ্রুপের প্রধান উপদেষ্টা গাজী সারোয়ার হোসেন বাবুর জন্মদিনে ঐতিহ্যবাহী কে এল জুবলী স্কুল এন্ড কলেজ মাঝে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।