Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

রাজশাহীর বাঘায় ২৪ ঘন্টায় ২১ জনের করোনা পরীক্ষায় পজেটিভ ৫ জন

বাঘা (রাজশাহী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০২১, ৫:৪১ পিএম

রাজশাহীর বাঘা উপজেলায় ২৪ ঘন্টায় ২১ জনের করোনা পরীক্ষায় পজেটিভ হয়েছে ৫ জনের। উপজেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪৩ জনে। বৃহঃবার (৫জুলাই) পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ২হাজার ৭০৭জনকে। হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে ২২১ জন। বাইরের কালেকশনে করোনার উপসর্গ নিয়ে মারা গেছে ৩ জন। ৬ এপ্রিল (২০২০) থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই করোনার পরীক্ষা শুরু করা হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ রাশেদ আহমেদ বলেন, নতুন আক্রান্তরা চিকিৎসা নিচ্ছেন। তুলনামূলক ভাবে বাঘাতে আক্রান্তের সংখ্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। আতংকিত না হয়ে সচেতন হতে হবে। স্বাস্থ্যবিধি মেনে সকলেই মাস্ক পরিধান করতে হবে। প্রয়োজন ছাড়া কোনভাবেই ঘরের বাইরে যাওয়া যাবেনা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ