Inqilab Logo

শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

নিশো-তিশার ‘এক মুঠো প্রেম’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০২১, ৩:২১ পিএম

আসন্ন ঈদ উপলক্ষে ‘এক মুঠো প্রেম’ শিরোনামের একটি নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন আফরান নিশো ও তানজিন তিশা। এতে কবি চরিত্রে দেখা যাবে আরফান নিশোকে আর কবি নিশোর কবিতার প্রেমে পড়তে দেখা যাবে তিশাকে। সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে। এটি রচনা করেছেন যৌথভাবে ফাহিম হাসান ও জাকারিয়া সৌখিন। নাটকটি পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন।

নাটকটি প্রসঙ্গে নির্মাতা জাকারিয়া সৌখিন বলেন, ‘গল্পটি কিছুটা কমেডি, কিছুটা রোমান্টিক কিন্তু ফাইনালি স্যাটায়ারধর্মী! আমরা একজন কবির আনন্দ, বেদনা, প্রেম ও অপ্রেম দেখব। চরিত্রটিতে নিশো দারুণ অভিনয় করেছেন।’

তিনি আরও জানান, ‘কবি বলতে সাধারণত যা বোঝায়, কাঁধে ঝোলানো ব্যাগ, সাদামাটা পোশাক, দরিদ্র- ‘এক মুঠো প্রেম’ নাটকে এমন কবিকে দেখানো হয়নি। এই কবি বেশ আধুনিক, ডিজিটাল। উপার্জনও ভালো। খুব জনপ্রিয়- বিশেষ করে রমণীদের কাছে। গল্পে দেখা যায়- কবি’র জীবনে প্রেম আসে বারবার। কিন্তু সে কোনও প্রেম ধরে রাখতে পারে না। কারণ সমাজ মনে করে, কবিতা লেখা কোনও পেশা নয়, এদের উপার্জন নেই। তাই কোনও মেয়ের বাবাই কবি’র সঙ্গে তার মেয়েকে বিয়ে দিতে রাজি হয় না।’

নাটকটি প্রসঙ্গে আফরান নিশো বলেন, ‘গতানুগতিকতার বাইরে গিয়ে নাটকটির গল্প তৈরি করা হয়েছে। এতে আমিও আমার পছন্দের একটি চরিত্রেই অভিনয় করেছি। আশা করছি নাটকটি দর্শকের ভালো লাগবে।’

নাটকটিতে আরও অভিনয় করেছেন- একে আজাদ আদর, ফারিয়া শাহরিন, চাষী আলম, শরাফ আহমেদ জীবন, জামশেদ শামীম, তানজিম হাসান অনিক, মাসুম বাশার ও খালেকুজ্জামান। সিএমভি’র ব্যানারে নির্মিত ‘এক মুঠো প্রেম’ আসছে ঈদে উন্মুক্ত হবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওয়েবফিল্ম


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ