Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আনিসুল হকের উপন্যাস থেকে আরটিভির ওয়েবফিল্ম

বিনোদন রিপোর্ট : | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

ঔপন্যাসিক আনিসুল হকের উপন্যাস ‘সুদূরতমা’ নিয়ে ওয়েবফিল্ম নির্মাণ করতে যাচ্ছে আরটিভি। সম্প্রতি আরটিভি কার্যালয়ে এ নিয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়। এ সময় আনিসুল হক ও আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান চুক্তিপত্রে সই করেন। এটি পরিচালনা করবেন তরুণ পরিচালক জুবায়ের ইবনে বকর। সৈয়দ আশিক রহমান বলেন, দেশের সংস্কৃতিকে ধারণ করে আরটিভি সব সময় কাজ করছে। আমরা যেমন দর্শকদের সুস্থ ধারার নাটক, গান উপহার দিয়েছিম তেমনি সিনেমাও নির্মাণ করেছি। খ্যাতিমান লেখক আনিসুল হকের গল্পে এই ওয়েব সিরিজটি নির্মিত হবে। এই ওয়েব সিরিজে দর্শকরা নতুনত্ব খুঁজে পাবেন। আনিসুল হক বলেন, আরটিভি সবসময় ভালো কাজ করে। দেশের প্রথম সারির টেলিভিশন হিসেবে তারা দর্শকপ্রিয়তা ধরে রেখেছে। এ সিনেমাটিতেও তারা সফলতা আনতে পারবে বলে আমি বিশ্বাস করি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আরটিভির-ওয়েবফিল্ম
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ