Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সর্বাধিক নমুনা পরীক্ষায় দক্ষিণাঞ্চলে সর্বোচ্চ করোনা সংক্রমণ আরো ৬জনের মৃত্যু

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০২১, ২:২৯ পিএম

এযাবতকালের সর্বাধীক নমুনা পরিক্ষার পাশাপাশি দক্ষিণাঞ্চলে ১৬ মাসের সর্বোচ্চ করোনা সংক্রমনের সাথে আরো ৬জনের মৃত্যু হয়েছে। ফলে জনমনের পাশাপাশি চিকিৎসা বিশেষজ্ঞদের মাঝেও উদ্বেগ ক্রমশ বাড়ছে। আগের দিনের ৩৪৩ থেকে সোমবার দুপুরের পূর্ববর্তি ২৪ ঘন্টায় দক্ষিনাঞ্চলে ৪৩৬ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। এখনো বরিশাল মহানগরী ছাড়াও পিরোজপুর ও ঝলকাঠীর অবস্থা ক্রমবনতিশীল। পটুয়াখালী ও বরগুনাতেও সংক্রমন প্রতিদিন বাড়ছে। তবে দক্ষিণাঞ্চলে এ সময়ে নমুনা পরিক্ষার সংখ্যাও আগের দিনের ৬৮৯ থেকে ১ হাজার ১৯৪ তে উন্নীত হয়েছে।
আর গত ১৬ মসে দক্ষিণাঞ্চলের ৬ জেলায় ১ লাখ ২০ হাজার ৯৩০ জনের নমুনা পরিক্ষায় ১৯ হাজার ৭৩ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হল। গড় সনাক্তের হর ১৫.৯৪% হলেও গত দিন দশেক ধরে সনাক্তের হর ৫০-৬০%। চলতি মাসের প্রথম ৫ দিনে দক্ষিণাঞ্চলে ৩ হাজার ৯৮৭ জনের নমুনা পরিক্ষায় ১ হাজার ৪৭৩ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। এসময়ে মারা গেছেন ১৬ জন।
গত ২৪ ঘন্টায় বরিশাল মহানগরীর কাশীপুর ও মেহদিগঞ্জের দুই নারীর মৃত্যু হয়েছে শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। এছাড়াও পিরোজপুর সদরের ৭৮ বছর বয়স্কা এক নারী জেনারেল হাসপতালে ও ভান্ডারিয়া উপজেলার লক্ষ্মীপুর এলাকার ৫৫ বছরে এক পুরুষ করেন সংক্রমনে মারা গেছেন। গত ২৪ ঘন্টায় ঝালকাঠীর রাজাপুর হাসপাতালে ৬০ বছর বয়স্ক দুই পুরুষের মৃত্যু ঘটেছে। এ নিয়ে দক্ষিণাঞ্চলে মৃত্যুর সংখ্যা দাড়াল ৩২১ জনে। যারমধ্যে চলতি মসের ৫ দিনেই মারা গেল ১৬ জন।
স্বাস্থ্য বিভাগের মতে সোমবার দুপুরের পূর্ববর্তি ২৪ ঘন্টায় দক্ষিণাঞ্চলে যে ৪৩৪ জনের দেহে করোনার অস্তিত্ব মিলেছে তার মধ্যে মহানগরীতেই ৭৬ জন সহ বরিশাল জেলায় আক্রান্তের সংখ্যা ১৫৭। এ নিয়ে মহানগরীতে ৬ হাজার ১২৯ জন সহ জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৩৫২। মারা গেছেন ১৩২ জন । যরমধ্যে মহানগরীতেই ৭০ জনের মৃত্যু হয়েছে।
পিরোজপুর ও ঝলকাঠীর অবস্থার ক্রমবনতি অব্যাহত রয়েছে। খুলনা ও বাগেরহাটের সীমান্তবর্তি পিরোজপুর ও তৎসংলগ্ন ঝালকাঠীর অবস্থা প্রতিদিনই ভয়াবহ রূপলাভ করছে। ঝলকাঠীতে গত ২৪ ঘন্টায় ২৯২ জনের নমুনা পরিক্ষায় ১শ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। এসময়ে দুজন সহ জেলাটিতে মোট মৃত্যুর সংখ্যা ৩৬ জনে উন্নীত হল। মাত্র ৪ উপজেলার ছোট এ জেলটিতে আক্রান্তের হার দক্ষিণাঞ্চলে সর্বোচ্চ ২২.১৯%। জেলাটিতে ইতোমধ্যে ৯ হাজার ৪৪ জনের নমুনা পরিক্ষায় ২ হাজার ৭ জনের করোনা সনাক্ত হয়েছে। মারাগেছেন ৩৬ জন। ফলে মৃত্যুর হার দক্ষিণাঞ্চলের দ্বিতীয় সর্বোচ্চ, ১.৭৯%।
পিরোজপুরেও গত ২৪ ঘন্টায় ১৮৯ জনের নমুনা পরিক্ষায় ৮৩ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। জেলটিতে এপর্যন্ত মোট ১০ হাজার ৫৩১ জনের নমুনা পরিক্ষায় করোনা সনাক্ত হয়েছে ২ হাজার ৪৯৯ জনের। জেলাটিতে সনাক্তের হার দক্ষিণাঞ্চলের দ্বিতীয় সর্বোচ্চ ২১.৮৩%। আর ইতেমধ্যে ৪০ জনের মৃত্যুর ফলে তা ১.৬০%।
পটুয়াখালীতে গত ২৪ ঘন্টায় ১১৫ জনের নমুনা পরিক্ষায় ৪৩ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। জেলটিতে এপর্যন্ত ২১ হাজার ৬২৮ জনের নমুনা পরিক্ষায় ২ হাজার ৫৮৩ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। সনাক্তের হার ১১.২৮% হলেও জেলাটিতে ইতোমধ্যে ৫৭ জনের মৃত্যুর ফলে গড় মৃত্যুহার দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ ২.২১%।
বরগুনা জেলাতেও নতুনকরে সংক্রমন বাড়ছে। গত ২৪ ঘন্টায় জেলাটিতে ৯৭ জনের নমুনা পরিক্ষায় ৩৭ জনের দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে। জেলটিতে এ পর্যন্ত মোট ১৪ হাজার ৩৫০ জনের নমুনা পরিক্ষায় পজিটিভ সনাক্ত হয়েছে ১ হাজার ৫২৯ জনের। সনাক্তের গড়হার দক্ষিণাঞ্চলের সর্বনি¤œ ১০.৩৭% হলেও গত দশদদিনে জেলাটিতে সনাক্তের হার ১% বেড়েছে। আর এ জেলাটিতে ইতোমধ্যে করোনা সংক্রমনে মারা গেছেন ৩০ জন। মৃত্যুহার দক্ষিণাঞ্চলের দ্বিতীয় সর্বোচ্চ ১.৯৬%।
দ্বীপজেলা ভোলাতে গত ২৪ ঘন্টায় ৭৫ জনের নমুনা পরিক্ষায় ১৬ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। জেলাটিতে এ পর্যন্ত ১৫ হাজার ৫৫০ জনের নমুনা পরিক্ষায় ২ হাজার ১০৩ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। সনাক্তে গড় হার ১২.৯৮%। নদী বেষ্টিত এ জেলাটিতে ইতোমধ্যে মারা গেছেন ২৬ জন। মৃত্যুহার ১.২৬%।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ