Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কঠোর লকডাউনের ৫ম দিনে রংপুর মহানগরীতে লোকজনের চলাচল বেড়েছে

রংপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০২১, ২:২৩ পিএম

দেশব্যাপী কঠোর লকডাউনের ৫ম দিনে আজ সোমবার রংপুর মহানগরীতে যানবাহন ও লোকজনের চলাচল কিছুটা বেড়েছে। পূর্বের ন্যায় নগরীর বিভিন্ন এলাকায় পুলিশ, র‌্যাব ও বিজিবির টহল অব্যাহত থাকলেও বিভিন্ন অজুহাতে লোকজন রাস্তায় বেরিয়েছে।
জানা গেছে, লকডাউন বাস্তবায়নে রংপুর মেট্রোপলিটন পুলিশের ৬টি থানা, ট্রাফিক বিভাগ ও ডিবি’র ২২ টি টহল টীম নগরীর প্রবেশদ্বারসহ বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে ২০টি চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে যাচ্ছে। বিধি বহির্ভুতভাবে চলাচল করায় বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মোট ১৫৫টি মামলা দায়ের করে ১১টি যানবাহন আটক এবং ৪, ৫৪৫০০ টাকা জরিমানা করেছে।
এছাড়াও রংপুর মেট্রোপলিটন পুলিশের ৬ থানা, ট্রাফিক ও ডিবি কর্তৃকসহ জেলা প্রশাসন, সেনাবাহিনীর টহল দল, র‌্যাবের টহল দল এবং বিজিবি টহল দল যৌথভাবে রংপুর মেট্রোপলিটন এলাকায় লকডাউনের বিধি নিষেধ বাস্তবায়নে মোট ২৫ টি মোবাইল কোর্ট পরিচালনা করে। এতে মোট ৪,৭৫০ টাকা টাকা জরিমানা করা হয়। লকডাউনের বিধি নিষেধ বাস্তবায়নে রংপুর মেট্রোপলিটন এলাকায় আজ সেনাবাহিনীর ৬ টি, র‌্যাবের টহল দল ১টি এবং বিজিবি টহল দল ১ টি, আনসার বাহিনীর ১ টি টহল দল কাজ করছে। তারা নগরীর বিভিন্ন রাস্তায় টহল এবং অভিযান পরিচালনা করছে। জরুরী প্রয়োজনে বের হওয়া লোকজনদের মাস্ক ব্যবহার নিশ্চিতকরণ, মাস্ক বিতরণ ও জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধিতেও প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করছে।
এদিকে, রংপুর মহানগরী ছাড়াও জেলার বিভিন্ন উপজেলাগুলোতেও আজ পুর্বের তুলনায় লোকজনের সমাগম বেড়েছে বলে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ