Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রংপুরে সবচেয়ে বড় হাট লালবাগসহ ৩৫টি পশুর হাট বন্ধ

রংপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০২১, ২:২০ পিএম

মহামারী করোনা সংক্রমণ রোধে রংপুরের সর্ববৃহৎ হাট লালবাগসহ ৩৫টি পশুর হাট বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। গতকাল রোববার লালবাগের হাট থাকলেও ম্যাজিস্ট্রেট, র‌্যাব, পুলিশ গিয়ে হাট বন্ধ করে দেন। ফলে অনেকেই গরু বিক্রি করতে এসে ফিরে গেছেন।
জানাগেছে, রংপুর নগরীতে সবচেয়ে বড় হাট লালবাগ। রংপুর মহানগরীসহ গোটা জেলার কোরবানির ঈদের প্রধান আকর্ষন ও প্রধান টার্গেট এই হাট। সপ্তাহে দুইদিন রোববার ও বুধবার এই হাট বসে। ঈদের এক মাস আগে থেকে এখানে কোরবানি পশু কেনাবেচা চলে। দেশে কঠোর লকডাউনের কারনে গতকালই প্রথম কোরবানীর পশুর হাট হিসেবে যাত্রা শুরু করে। কিন্তু পশুরহাটে জনসমাগম ব্যাপক হওয়ায় করোনা সংক্রণ বৃদ্ধি পাওয়ার আশঙ্কায় প্রশাসন গতকালের হাট বন্ধ করে দেয়। এই হাট ছাড়াও পার্শ্ববর্তী বুড়িরহাটসহ জেলার প্রায় ৩৫টি পশুরহাট বন্ধ ঘোষনা করেন।
লালবাগহাটের ইজারাদার আব্দুল্লা হিল কাফি জানিয়েছেন, প্রায় আড়াই কোটি টাকায় হাটের ডাক নেয়া হয়েছে। এই হাটের সবচেয়ে বড় আয়ের উৎস কোরবানির পশু বেচাকেনা। এসময় হাট বন্ধ থাকলে তারা লোকসানের মুখে পড়বেন।
জেলা প্রশাসক আসিব আহসান জানিয়েছেন, করোনা সংক্রমণ রোধে আপাতত পশুর হাট বন্ধ রাখার স্ধিান্ত নেয়া হয়েছে। সিদ্ধান্তের আলোকে জেলার সবকটি পশুর হাট পরবর্তি নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ