বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চুয়াডাঙ্গায় ৩৭০ জনের নতুন করোনা পরীক্ষা করে ১৫২ জন করোনা শনাক্ত হয়েছে। এছাড়া ২৪ ঘন্টায় ৩ জন করোনা ও ১ জনের উপসর্গে মৃত্যু হয়েছে। করোনা আক্রান্তে মারা গেছেন, চুয়াডাঙ্গার শহরের সাদেক আলী মল্লিকপাড়ার সহিদুল ইসলামের স্ত্রী ফরিদা ইয়াসমিন (৩৫) ও শান্তিপাড়ার নুরুল ইসলামের স্ত্রী রহিমা বেগম (৫৫) এবং দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের নাসির উদ্দিনের ছেলে নাজমা খাতুন (৪০)।
করোনা উপসর্গে মারা গেছেন, চুয়াডাঙ্গার সদর উপজেলার জলিবিলা গ্রামের মরহুম আনসার আলীর ছেলে শরিফুল ইসলাম (৪৫)। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. এ.এস.এম. ফাতেহ্ আকরাম মৃত্যুর বিষয়টি জানিয়ে বলেছেন, জেলায় নতুন শনাক্ত ১৫২ জনের মধ্যে সদর ৬৮ জন, আলমডাঙ্গায় ২২জন, দামুড়হুদায় ১৮ ও জীবননগর উপজেলায় ৪৪ জন। পরীক্ষার বিবেচনায় পজেটিভের হার ৪১ দশমিক ০৮ শতাংশ।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী জেলা থেকে মোট নমুনা সংগ্রহ ১৪ হাজার ৮০৯টি আর ফলাফল এসেছে ১৪ হাজার ১৪০টি। এ পর্যন্ত চুয়াডাঙ্গা জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা ৩ হাজার ৮০৫ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৪ জন সুস্থসহ মোট সুস্থ হয়েছেন ২হাজার ৩৪৬জন। আক্রান্ত ১ হাজার ৩৪১জন। মারা গেছে জেলায় ১১৬ জন। বর্তমানে চুয়াডাঙ্গা জেলায় মোট করোনা রোগীর সংখ্যা ১ হাজার ৩৪১ জন জন। এর মধ্যে হোম আইসোলেশনে আছেন ১ হাজার ২৬৪জন। হাসপাতালে চিকিৎসাধীন ৭৭ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।