Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

পাকিস্তানের সামনে ‘পুরনো’ ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০২১, ১২:০২ এএম

শ্রীলঙ্কাকে উড়িয়ে দেওয়া দল নিয়েই পাকিস্তানের বিপক্ষে লড়াই করবে ইংল্যান্ড। জায়গা ধরে রেখেছেন ডেভিড মালানের অনুপস্থিতিতে দলে ফেরা টম ব্যান্টনও। ঘরের মাঠে আসছে ওয়ানডে সিরিজের জন্য গতপরশু ইসিবি জানায়, আগের সিরিজের দলে থাকা ১৬ জনই থাকছে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের দলে।

অভিষেকের অপেক্ষায় থাকা জর্জ গার্টনকেও রাখা হয়েছে পাকিস্তানের বিপক্ষে। ধারনা করা হচ্ছে, ২৪ বছর বয়সী বাঁহাতি এই পেসারের আন্তর্জাতিক পথচলা শুরু হতে পারে লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষটিতে। ম্যাচটি শুরু হবে রোববার।
আঙুলের চোট থেকে সেরে উঠে টি-টোয়েন্টি ব্লাস্টে খেলছেন বেন স্টোকস। তবে জাতীয় দলে ফেরানো হয়নি এই অলরাউন্ডারকে। কনুইয়ে অস্ত্রোপচার করানো জফ্রা আর্চার এখনও পুরোপুরি সেরে ওঠেননি। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলেই পেশির চোটে ছিটকে পড়েছিলেন জস বাটলার। তিনিও নেই পাকিস্তানের বিপক্ষে।
পাকিস্তান-ইংল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি শুরু আগামী বৃহস্পতিবার, কার্ডিফে। পরের দুই ম্যাচ ১০ ও ১৩ জুলাই, লর্ডস ও এজবাস্টনে।

ইংল্যান্ড ওয়ানডে দল : ওয়েন মর্গ্যান (অধিনায়ক), জনি বেয়ারস্টো, জেসন রয়, জো রুট, স্যাম বিলিংস, মইন আলি, স্যাম কারান, ডেভিড উইলি, টম কারান, আদিল রশিদ, মার্ক উড, লিয়াম লিভিংস্টোন, ক্রিস ওকস, লিয়াম ডসন, জর্জ গার্টন, টম ব্যান্টন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ