প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
জাতীয় সংসদে চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট নামে একটি বিল পাশ হয়েছে। এই বিলে শিল্পীদের দীর্ঘদিনেরআশা আকাক্সক্ষার প্রতিফলন ঘটেছে। এজন্য আমরা সংসদ নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখা হাসিনা, তথ্যও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনুসহ সকল মাননীয় সংসদ সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছে ফেডারেশন অফ টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন। সংগঠনের সভাপতি মামুনুর রশীদ ও সাধারণ সম্পাদক সালাউদ্দিন লাভলু এক বিবৃতিতে এ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তবে তারা বিলটিতে টেলিভিশন শব্দটি অন্তর্ভুক্ত করার অনুরোধ জানিয়েছেন। বিবৃতিতে তারা বলেন, বিলটিতে টেলিভিশন শিল্পী কলাকুশলীদের অর্ন্তভুক্ত করা হয়েছে জেনে আমরা আনন্দিত। উল্লেখ্য, অন্যান শিল্প মাধ্যমের চাইতে টেলিভিশন শিল্প এদেশে অনেক প্রসারিত হয়েছে এবং এ শিল্পে লগ্নিও বেড়েছে বিপুলভাবে। প্রতিদিন এই শিল্পে নিয়োজিত হাজার হাজার শিল্পী, নাট্যকার, পরিচালক, চিত্রগ্রাহক, সম্পাদক, রূপসজ্জাকর, লাইটম্যান ব্যবস্থাপক ও সহকারীবৃন্দ জড়িত। তাই তাদের কথা বিস্তারিত উল্লেখ করা প্রয়োজন। তাদের জীবন এবং ভবিষ্যৎ দুই-ই কখনো কখনো সংকটাপন্ন হয়ে পড়ে। এ কথাও স্মরণ করা যেতে পারে, টেলিভিশনের বিপুল সংখ্যক কলাকুশলী চলচ্চিত্র শিল্পে কাজ করে চলচ্ছিত্র শিল্পকে সমৃদ্ধ করছে। প্রতিবছর জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বিষয়টি প্রতিফলিত হচ্ছে। এটা আমাদের কাছে গৌরবের বিষয়। পৃথিবীতে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যেমন হলিউড-বলিউড কিংবা ইউরোপে এবং প্রাচ্য দেশেও অভিন্নশিল্পী সংঘ রয়েছে। আমরাও প্রত্যাশা করি, আমাদের দেশে এই আইনটিতে তেমনি একটি অভিন্ন শিরোনাম থাকা দরকার যা হতে পারে চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পী কল্যাণ ট্রাস্ট। এই ধরনের নামকরণের ফলে শিল্পীদের অভিন্নতাকে স্বীকৃতি দিলে সরকার একটি যুগান্তকারী কাজ করবে। মাননীয় প্রধানমন্ত্রীর প্রজ্ঞা এবং বিবেচনার প্রতি আমাদের প্রগাঢ় আস্থা রয়েছে। আমরা আশা করি, বিষয়টি সহৃদয়তার সাথে বিবেচনা করবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।