বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রংপুর করোনার চিকিৎসায় বিশেষায়িত ১০০ শয্যাবিশিষ্ট রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে ধারণক্ষমতার চেয়েও বেশি করোনা আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। এতে করে হিমশিম খেতে হচ্ছে নার্স ও চিকিৎসকদের। ভলান্টিয়ার চিকিৎসক হিসেবে আত্মনিয়োগ করার জন্য তরুন চিকিৎসকদের প্রতি আহবান জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক।
এ তথ্য জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায়। তিনি জানিয়েছেন, ১০০ শয্যাবিশিষ্ট এ হাসপাতালে বর্তমানে ১০১ জন করোনা রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। প্রতিদিন রোগীর সংখ্যা বেড়েই চলেছে। এভাবে রোগী বাড়লে পরিস্থিতি সামাল দেয়া কঠিন হয়ে পড়বে।
ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে রোগীর শয্যা সংকুলান না হওয়ায় আজ রোববার থেকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের একটি ইউনিটে ৫০ শয্যার ব্যবস্থা করেছে স্বাস্থ্য বিভাগ। এতে আইসিইউ সুবিধা না থাকলেও সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা আছে। এই ইউনিটে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকগন চিকিৎসা সেবা প্রদান করবেন।
এদিকে, করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় চিকিৎসকদের হিমশিম খেতে হচ্ছে। তাই স্বেচ্ছাসেবক চিকিৎসক হিসেবে দায়িত্ব পালনের আহবান জানিয়ে ফেসবুক পোস্ট দিয়েছেন হাসপাতালটির তত্বাবধায়ক এসএম নুরুন্নবী। তিনি তার পোষ্টে লিখেছেন, করোনা ডেডিকেটেড হাসপাতালে বর্তমানে ১’শর বেশি রোগী চিকিৎসাধীন রয়েছেন। এখানে কর্মরত আছেন ২০ ডাক্তার। তাদের পক্ষে এত রোগীর চিকিৎসা দেয়া দূরূহ হয়ে পড়েছে। ফেসবুকে দেয়া তার পোষ্টটি তুলে ধরা হলো।
একটি মানবিক আহবান........
‘‘দেশের এই মহামারীর ক্রান্তি লগ্নে আপনি যদি একজন তরুন চিকিৎসক হয়ে থাকেন তবে নিজকে ভলান্টিয়ার হিসাবে কোভিড- ১৯ এ আক্রান্ত রোগীদের সেবায় আতœনিয়োগ করে কোভিড-১৯ মোকাবিলায় বিশেষ অবদান রাখতে পারেন, নিজকে বীরোচিত করতে পারেন।
রংপুর ডেডিকেটেড করােনা আইসােলেশন হাসপাতালে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় গুনগত মানের চিকিৎসা সেবা নিশ্চিত করতে কিছু ভলান্টিয়ার তরুন চিকিৎসক প্রয়োজন। আপনাকে সুরক্ষা এবং প্রশিক্ষন দেয়ার দায়িত্ব আমাদের। ভালো থাকুন, নিরাপদে থাকুন’’।
এ বিষয়ে জানতে চাইলে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.এস এম নুরুন্নবী জানান, হাসপাতালে রোগীর চাপ অনেক বেড়ে গেছে, তাই স্বেচ্ছাসেবী চিকিৎসকদের আহবান করা হয়েছে। যারা দায়িত্ব পালন করতে ইচ্ছুক তাদের সুরক্ষা ও প্রশিক্ষণ দিয়ে দায়িত্ব পালনে নিযুক্ত করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।