বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুড়িগ্রামে সরকারের দেয়া ৭দিনের কঠোর লকডাউনেও করোনা সংক্রমণ বেড়েই চলেছে।গত ২৪ঘন্টায় সদর উপজেলার কলেজপাড়া এলাকার আরো একজন করোনায় মৃত্যুবরণ করেছেন।তিনি করোনা পজিটিভ হয়ে রংপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন মারা যান।এনিয়ে জেলায় মৃতের সংখ্যা দঁাড়িয়েছে ৩০জনে।আর গত ২৪ঘন্টায় আক্রান্ত হয়েছেন আরো ৪০জন।এছাড়াও আড়াইশ শয্যার জেনারেল হাসপাতালে করোনা পজিটিভ রোগী অক্সিজেন নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ৩৪জন।করোনা উপসর্গ নিয়েও ভর্তি আছেন বেশ কয়েকজন। রোববার দুপুরে সিভিল সার্জন ডা:হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন,জেনারেল হাসপাতালে অক্সিজেন সংকট নেই। তবে আইসিইউ না থাকায় এত রোগীর চাপ সামাল দেয়া যেমন কষ্টকর তেমনি মারাত্নক সংকটে থাকা রোগীদের চিকিৎসা সেবা দেয়া বেশ কঠিন হয়ে পড়েছে।এদিকে,করোনা সংক্রমণ রোধে কঠোর লকডাউনের ৪র্থ দিনেও দিনভর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ও জেলা পুলিশ টহলসহ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক জানান,গত ২৪ঘন্টায় বিভিন্ন অপরাধে সদর উপজেলার পৌর এলাকায় ৫জনকে কারাদন্ডাদেশ ও ১৬জনকে অর্থদন্ড প্রায় ১৫হাজার টাকা আদায় করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।