Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লকডাউন বাস্তবায়নে রংপুরে কঠোর অবস্থানে প্রশাসন, ৩ দিনে ২৬০ টি মামলা

রংপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০২১, ৫:৪৩ পিএম

মহামারী করোনা নিয়ন্ত্রণে দেশব্যাপী চলমান কঠোর লকডাউনের চতুর্থ দিন আজ রোবাবারও মাঠে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। সকাল থেকেই মহানগরীসহ জেলার বিভিন্ন স্থানে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র‌্যাবসহ জেলা প্রশাসনের একাধিক টিমকে টহল দিতে দেখা গেছে।
লকডাউন বাস্তবায়ন ও জনসচেতনতা বৃদ্ধিতে পুলিশ নগরীর বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হলেই জেরার মুখে পড়ছেন পথচারীরা। জেরার সুনির্দিষ্ট কারন দেখাতে না কান ধরে ওঠাবসা করে ফেরৎ পাঠানো হচ্ছে। কোন কোন ক্ষেত্রে জরিমানাও করা হচ্ছে। মহানগরী ছাড়াও বিভিন্ন উপজেলায়ও একই অবস্থা চলছে। কঠোর লকডাউন কার্যকর করতে পুলিশ, বিজিবি ও র‌্যাবের পাশাপাশি সেনাবাহিনীও কাজ করে যাচ্ছে।
লকডাউন বাস্তবায়নে নগরীতে ২ পাল্টুন বিজিবি ৪টি ভাগে বিভক্ত হয়ে টহল দিচ্ছে। নগরীতে কিছু কিছু রিক্সা-অটো রিক্সা চলাচল করলেও যাত্রীর অভাবে সেগুলোর অধিকাংশই ফাঁকা চলছে।
রংপুরে গত ৩ দিনে ২’শ ৬০ টি মামলা এবং ২ লাখ ৪৩ হাজার ২’শ ৪৫ টাকা জরিমানা করা হয়েছে। গতকালও অভিযান চালিয়ে ১০৬টি মামলা দায়ের করেছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে ৬২ হাজার ৯৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এর মধ্যে রংপুর সিটি করপোরেশন এলাকায় ৬৪টি মামলায় ২০ হাজার ৯৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও ৮ উপজেলায় ৮ জন সহকারী কমিশনার (ভূমি) ও ৮ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৪৪টি মামলা করেছেন। এসব মামলায় ৪১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রংপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রায়হানুল ইসলাম জানিয়েছেন, প্রতিদিন ৮ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব ও পুলিশ মানুষকে সচেতন করতে কাজ করছে।
রংপুর মহানগর পুলিশের সহকারি উপ-পুলিশ কমিশনার(ডিবি এন্ড মিডিয়া) ফারুক আহমেদ জানিয়েছেন, পুলিশের পক্ষ থেকে নগরীর বিভিন্ন জায়গায় চেক পোষ্ট বসিয়ে তদারকি চলছে। অযৌক্তিক কারনে যাতে কেউ বের হতে না পারে সেজন্য পুলিশ কঠোর অবস্থানে আছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ