বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সারাদেশের মতো নীলফামারীতেও তৃতীয় দিনেরও কঠোর লকডাউন অব্যাহত রয়েছে। রবিবার জেলা প্রশাসনের মিডিয়া সেল সেন্টারের দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে নেজারত ডেপুটি কালেক্টর(এনডিসি) জাহাঙ্গীর হোসাইন জানান, কঠোর বিধিনিষেধে আইন অমান্য করে অযথা ঘুরে বেরানো, মাস্ক ব্যবহার না করা এবং স্বাস্থ্য বিধি না মানায় জেলার জুড়ে শনিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ১১টি ভ্রাম্যমাণ আদালতের টিম অভিযান পরিচালনা করেন। এতে ১১৭টি মামলায় ১ লাখ ৫ হাজার ৭০০ টাকার জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি ১৯ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। কঠোর লকডাউনে তৃতীয় দিনে সকাল থেকে জেলা জুড়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে সেনাবাহিনী, বিজিবি পুলিশ, র্যাব টহল অব্যাহত রেখেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।