Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারত মহাসাগরে ইসরায়েলি জাহাজে মিসাইল হামলা, সন্দেহে ইরান

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০২১, ৪:৩৮ পিএম

ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে ইসরায়েলি কার্গো জাহাজে মিসাইল হামলার ঘটনা ঘটেছে। জাহাজটি সউদী আরবের জেদ্দা থেকে ছেড়ে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দিকে যাওয়ার পথে গতকাল শনিবার সন্ধ্যায় হামলার শিকার হয়। এ হামলার জন্য ইরানকে সন্দেহ করছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইসরায়েলি টিভি চ্যানেল এন ১২-এর বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, ‘অজ্ঞাত অস্ত্র’ দিয়ে কার্গো জাহাজটিতে হামলা চালানো হয়। এর ফলে জাহাজটিতে আগুন ধরে যায়। এই হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি।
এদিকে কার্গো জাহাজটি ইসরায়েলি মালিকানাধীন হলেও দেশটি দাবি করেছে, হামলার সময় ওই জাহাজে কোনো ইসরায়েলি ক্রু ছিল না।
অন্যদিকে ইসরায়েলের সরকারের সংশ্লিষ্ট একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে দেশটির চ্যানেল ১২ টিভি চ্যানেল জানিয়েছে, হামলায় জাহাজটির বড় ধরনের কোনো ক্ষতি বা কোনো ক্রু আহত হয়নি।
এর আগে গত ফেব্রুয়ারি মাসে ওমান সাগরে ইসরায়েলি মালিকানাধীন একটি কার্গো জাহাজে সন্দেহজনক বিস্ফোরণ ঘটেছিল। এরপর এপ্রিলে সংযুক্ত আরব আমিরাত উপকূলে আরেকটি ইসরায়েলি জাহাজ হামলার শিকার হয়। অবশ্য এসব ঘটনার জন্য ইসরায়েল বরাবরই ইরানকে দায়ী করে আসছে। সূত্র : জেরুজালেম পোস্ট



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ