Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় স্নুকার টিম চ্যাম্পিয়নশিপ

প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : গত মৌসুমে চট্টগ্রাম ক্লাব ৩০তম জাতীয় স্নুকার চ্যাম্পিয়নশিপ অত্যন্ত সফলতার সাথে শেষ করেছিল। তারই ধারাবাহিকতায় এ বছর প্রথমবারের মতো চট্টগ্রাম ক্লাবেই প্রথম জাতীয় স্নুকার টিম চ্যাম্পিয়নশিপ গতকাল থেকে শুরু হয়েছে। বিকেলে চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন চট্টগ্রাম ক্লাব লিমিটেডের চেয়ারম্যান এম এ সালাম। এ সময় বিলিয়ার্ড ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ মাহবুব উপস্থিত ছিলেন। এর পূর্বে সকালে বিলিয়ার্ড স্নুকার অ্যান্ড পুল বিভাগের মেম্বার সেক্রেটারি মঞ্জুরুল হক মঞ্জু এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, এ চ্যাম্পিয়নশিপে চট্টগ্রাম ক্লাব লি., ঢাকা ক্লাব লি., কুমিল্লা সিটি ক্লাব, বাংলাদেশ বিলিয়ার্ড সেন্টার ঢাকা, কিউএন্ড ইউ বিলিয়ার্ডস ঢাকা, পুল লাভার্স ঢাকা, উত্তরা ক্লাব লি., কুমিল্লা ক্লাব, ন্যাশনাল বিলিয়ার্ড একাডেমী, নারায়ণগঞ্জ ক্লাব লি., ক্যাথলিক ক্লাব ও গুলশান ক্লাব লি. অংশগ্রহণ করছে। চ্যাম্পিয়ন নগদ এক লক্ষ টাকা, রানার্স আপ ৫০ হাজার টাকা এবং বিজিত দুই সেমি-ফাইনালিস্ট ২৫ হাজার টাকা করে পাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় স্নুকার টিম চ্যাম্পিয়নশিপ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ