Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রুনিকে ছাড়াই সেরা ম্যানইউ?

প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : তাহলে কি সমাধান পেয়ে গেছেন হোসে মরিনহো? প্রথমবারের মত ম্যানচেস্টার উইনাইটেড অধিনায়ক ওয়েন রুনিকে বাইরে রেখেই একাদশ সাজিয়ে চ্যাম্পিয়ন লেস্টার সিটিকে ৪-১ গোলে উড়িয়ে দেওয়ার পর এমন ধারণা করা যেতেই পারে। গোল-উৎসবের শুরুটা ইংলিশ ডিফেন্ডার ক্রিস স্মালিংয়ের হাত ধরে ২২তম মিনিটে। এরপর ৩৭ থেকে ৪২ এই পাঁচ মিনিটে রিতিমত ঘূর্ণিঝড় আঘাত হানে ক্লাদিও রেনিয়েরি শিবিরে। এসময় একে একে স্কোর বোর্ডে নাম লেখান হুয়ান মাতা, মার্কাস রাশফোর্ড ও পল পগবা। প্রথমার্ধের এই চার গোলই ম্যাচের ফল নির্ধারণ করে দেয়। লেস্টারের হয়ে দ্বিতীয়ার্ধে সান্ত¦নাসূচক গোলটি করেন দিমারাই গ্রে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রুনিকে ছাড়াই সেরা ম্যানইউ?

২৫ সেপ্টেম্বর, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ